Home> কলকাতা
Advertisement

ভিডিয়ো: লোকসভা ভোটের আগে মা-মাটি-মানুষ থিম সং প্রকাশ মমতার

লোকসভা ভোটের আগে থিম সং তৃণমূলের।

ভিডিয়ো: লোকসভা ভোটের আগে মা-মাটি-মানুষ থিম সং প্রকাশ মমতার

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের প্রচারে অবমুক্ত হল তৃণমূলের থিম সং। মা-মাটি-মানুষ শীর্ষক থিং সঙে তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সামাজিক প্রকল্পগুলিকে। স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে ঠাঁই করে নিয়ে রাজ্যের ধর্মনিরপেক্ষ ছবি।

থিম সংটি প্রকাশ করে টুইটার, ফেসবুকে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,''আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিয়ো মা, মাটি, মানুষ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে''। গানটি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রূপম ইসলাম। গেয়েছেন রূপম ও সোমলতা। 

Read More