Home> কলকাতা
Advertisement

কলকাতা পুর নির্বাচনে প্রার্থী তালিকায় হার তৃণমূলের, বাম ৭১, তৃণমূল ৬৬

৮ মার্চ কলকাতা পুরনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। ঠিক তার এক সপ্তাহ পর প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। সেখানেই তৃণমূলকে পরাস্ত করল বামেরা। ১৪৪ টি আসনের ১২৫ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা। যার মধ্যে ৭১ টি আসনে বামেদের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে মহিলারা। এখানেই জয়ী বামেরা।  তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা প্রার্থীর সংখ্যা ৬৬। যা কলকাতা পুরসভার নিরিখে ৪২%।  বামেদের  ঘোষিত প্রার্থী তালিকার প্রায় ৭০ % আসনে বামেরা প্রাধান্য দিল মহিলাদের। ২১ জন রয়েছেন সংখ্যালঘু।

কলকাতা পুর নির্বাচনে প্রার্থী তালিকায়  হার তৃণমূলের, বাম ৭১, তৃণমূল ৬৬

ওয়েব ডেস্ক: ৮ মার্চ কলকাতা পুরনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। ঠিক তার এক সপ্তাহ পর প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। সেখানেই তৃণমূলকে পরাস্ত করল বামেরা। ১৪৪ টি আসনের ১২৫ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা। যার মধ্যে ৭১ টি আসনে বামেদের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে মহিলারা। এখানেই জয়ী বামেরা।  তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা প্রার্থীর সংখ্যা ৬৬। যা কলকাতা পুরসভার নিরিখে ৪২%।  বামেদের  ঘোষিত প্রার্থী তালিকার প্রায় ৭০ % আসনে বামেরা প্রাধান্য দিল মহিলাদের। ২১ জন রয়েছেন সংখ্যালঘু।

৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে ৮ মার্চ প্রার্থী তালিকায় মহিলা মুখ সামনে নিয়ে এসে চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন ছিল সিপিআইএমের ব্রিগেড। এক সপ্তাহ  পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশলকেই হাতিয়ার করে চমক দিল বামফ্রন্ট। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সন্মেলন করে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করেন ।

 

Read More