Home> কলকাতা
Advertisement

Kolkata: ভিতরে পাইপ খারাপ, রাস্তায় টুলু পাম্প দিয়ে জল ভরতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৩ সন্তানের বাবার...

এক মাস আগেই ভাড়া আসেন। বাড়িতে আছে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে। ভিতরে পাইপ খারাপ। তাই রাস্তা থেকে জল ভরছিলেন।

Kolkata: ভিতরে পাইপ খারাপ, রাস্তায় টুলু পাম্প দিয়ে জল ভরতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৩ সন্তানের বাবার...

রণয় তেওয়ারি: টুলু পাম্পে জল ভরতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু যুবকের। পাম্পের সাহায্যে পানীয় জল ভরার সময়ে আচমকা শর্ট সার্কিটের জেরে ছিটকে পড়েন ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে জোড়াবাগান থানা এলাকার মহর্ষি দেবেন্দ্র রোডে। মৃতের নাম রাহুল দুবে। বয়স ৩১ বছর। 

২৭ নম্বর মহর্ষি দেবেন্দ্র রোডের বাসিন্দা ছিলেন ৩১ বছরের রাহুল দুবে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ট্রান্সপোর্টে কাজ করতেন। বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এক মাস আগে মহর্ষি দেবেন্দ্র রোড এলাকায় ভাড়া আসেন। জানা গিয়েছে, এদিন সকালে টুলু পাম্প দিয়ে জল ভরছিলেন রাহুল দুবে। সেখানেই শর্ট সার্কিট হয়। আর তাতেই প্রাণ হারান রাহুল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাড়ির ভিতরে পাইপ খারাপ। তাই রাস্তা থেকে জল ভরতে হয়। 

এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর মিনা দেবী পুরোহিত বলেন, "আমার কাছে কেউই আসেনি। বাড়ির ভিতরে কলের পাইপ খারাপ হলে সেটা দেখার দায়িত্ব বাড়িওয়ালার। তাও বিষয়েটি দেখছি।" এদিকে ঘটনার খবর পেয়ে, সিইএসসি আধিকারিকরাও আসেন ঘটনাস্থলে। এক আধিকারিক বলেন, মিটার বক্স থেকে কোনও শর্ট সার্কিট হয়নি। ঘরের ভেতর থেকেই হয়েছে।

আরও পড়ুন, Balurghat: জীবিত হয়েও 'মৃত' ভোটার লিস্টে, বঞ্চিত সরকারি সুুবিধা থেকে! ঘুরছেন প্রশাসনের দরজায় দরজায়...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More