Home> কলকাতা
Advertisement

Kolkata Heatwave: তাপপ্রবাহে পুড়ছে কলকাতা, বর্ষশেষে রেকর্ড গরম মহানগরে

কলকাতায়ও তাপ প্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে। বেলা বাড়লে লু-এর মতন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়ছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। আগামী সোমবার পর্যন্ত তাপ প্রবাহের সতর্কবার্তা জারি থাকবে বলেও জানানো হয়েছে।

Kolkata Heatwave: তাপপ্রবাহে পুড়ছে কলকাতা, বর্ষশেষে রেকর্ড গরম মহানগরে

অয়ন ঘোষাল: পাঁচ বছরে রেকর্ড গরম কলকাতায়। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পনেরো জেলায় তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। মালদহ ও দুই দিনাজপুরেও হিটওয়েভ অ্যালার্ট। এমনকী বাড়বে রাতের তাপমাত্রাও। এদিন কলকাতা শহরের তাপমাত্রা ৪১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। অর্থাৎ তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা। কলকাতার গরমের চরিত্র বদল হয়েছে। এই গরমে ঘাম নেই। খুব গরম ২৫ বা ২৬ এপ্রিল শুরু হয়। এবার ২ এপ্রিল থেকেই তাপমাত্রা উর্ধমুখী। দখিনা বাতাস একেবারে ঢুকছে না। তাই ঘাম গায়েব। আর্দ্রতা গায়েব।

আরও পড়ুন, Swastika on Kolkata heatwave: মরুভূমির থেকেও গরম বেশি কলকাতায়? স্বস্তিকার ট্যুইটে বাড়ছে জল্পনা!

এর বদলে উত্তর এবং পশ্চিম ভারতের লু এর মতো গরম হাওয়া, যা মূলত বিহার, ঝাড়খণ্ড এলাকায় বয়, সেটা এই রাজ্যে অবাধে ঢুকছে। ঘাম হলে বিপদ কম। ঘামের বদলে লু পরিস্থিতি হলে শরীর খারাপ হয়। মানুষ অসুস্থ হয়। ২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল, । দীর্ঘ এই ড্রাই গরমের স্পেল এই রাজ্যে বেনজির। আগামী ৫ দিন রাজ্যের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে। খাস কলকাতায় গতকালই ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল সর্বোচ্চ তাপমাত্রার পারদ। আজ অবশ্য প্রায় ৪১ ডিগ্রির আশেপাশে দেখাচ্ছে তাপমাত্রা।

হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোাধ্যায় জানিয়েছে, আগামী ৫ দিনে পরিস্থিতির কোনও পরিবর্তন নেই। আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা আরও বেড়ে ৪১ ডিগ্রির কাছাকাছি যেতে চলেছে। দক্ষিণবঙ্গের জেলা গুলির ক্ষেত্রেও তাপপ্রবাহের সতর্কতা থাকছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উত্তরবঙ্গের সমতলের কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি থাকবে। টেকনিকালি তাকে তাপপ্রবাহ না বলা গেলেও ফিল লাইক হিট অত্যন্ত বেশী থাকবে। এভাবে একটানা এতো দিন এতো বেশী তাপমাত্রার নজির এপ্রিল মাসে এ রাজ্যে বিরল।

আরও পড়ুন, Bratya Basu: '১০ মাস হল বিল আটকে রেখেছেন', রাজ্যপালকে 'শ্বেতহস্তী' বলে তোপ ব্রাত্যর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More