Home> কলকাতা
Advertisement

Kolkata High Court: দমকলে নিয়োগে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

 ১৫০০ শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

Kolkata High Court: দমকলে নিয়োগে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

অর্ণবাংশু নিয়োগী: দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি। আরও দুই সপ্তাহ মেয়াদ বৃদ্ধির নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। আগামী সোমবার পরবর্তী শুনানি। 

প্রসঙ্গত, আইনজীবী বদলের জেরে হলফনামা দিতে আরও এক সপ্তাহ বাড়তি সময় চায় PSC। সেই আবেদন মঞ্জুর করে আদালত। প্রায় ১৫০০ শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, ২০১৮ সালে বিজ্ঞপ্তি জারি হয়। ২০১৯ সালে হয় ফল ঘোষণা। 

খেলোয়াড়দের জন্য বিশেষ সংরক্ষণ, প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এই মর্মে SAT-এ মামলা দায়ের করেন চাকরিপ্রার্থীরা। মামলা খারিজ করে দেয় SAT। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। সেই মামলাতেই আজ এই নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। 

আরও পড়ুন, Mamata Banerjee: ১১ সিম, রেইকি, বাংলাদেশ যোগ! মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ আসলে 'গভীর ষড়যন্ত্র'

Anis Khan Death Case: কাঠগড়ায় OC-ASI সহ ৫, কেন রেইড? কী ঘটে? আনিসকাণ্ডে চার্জশিটে খোলসা করল সিট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More