Home> কলকাতা
Advertisement

পঁচিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে চল্লিশ তম কলকাতা বইমেলা

পঁচিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে চল্লিশ তম কলকাতা বইমেলা। এবারের থিম বলিভিয়া গেট। এবার বাইমেলায় লিটারারি মিটে বাদল সরকারকে নিয়ে থাকছে বিশেষ সেশন। সেখানে আলোচনার বিষয়বস্তু সহিষ্ণু ভারতে অসহিষ্ণুতা। লিটারারি ফেস্টিভালে বিশেষ চমক হিসেবে থাকছে আয়ান আলি বাঙ্গাস ও আমান আলি বাঙ্গাসের পারফরমেন্স। আসতে পারেন স্বয়ং বিগ বিও। দোসরা ফেব্রুয়ারি পালন করা হবে বাংলাদেশ ডে হিসেবে। এছাড়াও নোবেল জয়ী গুন্টার গ্রাস ও আর কে লক্ষ্মণকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। উদ্বোধনের দিন বিশেষ চমক হিসেবে থাকছে ফ্রান্সের অভিনব সার্কাস।  এবারের বইমেলার সঙ্গে সোস্যাল নেটওয়ার্কিং সাইটের বিশেষ ভূমিকা থাকবে। টুইটারের মাধ্যমে প্রয়োজনীয় বইয়ের অর্ডার দেওয়ার ব্যবস্থাও থাকছে।

পঁচিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে চল্লিশ তম কলকাতা বইমেলা

ওয়েব ডেস্ক: পঁচিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে চল্লিশ তম কলকাতা বইমেলা। এবারের থিম বলিভিয়া গেট। এবার বাইমেলায় লিটারারি মিটে বাদল সরকারকে নিয়ে থাকছে বিশেষ সেশন। সেখানে আলোচনার বিষয়বস্তু সহিষ্ণু ভারতে অসহিষ্ণুতা। লিটারারি ফেস্টিভালে বিশেষ চমক হিসেবে থাকছে আয়ান আলি বাঙ্গাস ও আমান আলি বাঙ্গাসের পারফরমেন্স। আসতে পারেন স্বয়ং বিগ বিও। দোসরা ফেব্রুয়ারি পালন করা হবে বাংলাদেশ ডে হিসেবে। এছাড়াও নোবেল জয়ী গুন্টার গ্রাস ও আর কে লক্ষ্মণকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। উদ্বোধনের দিন বিশেষ চমক হিসেবে থাকছে ফ্রান্সের অভিনব সার্কাস।  এবারের বইমেলার সঙ্গে সোস্যাল নেটওয়ার্কিং সাইটের বিশেষ ভূমিকা থাকবে। টুইটারের মাধ্যমে প্রয়োজনীয় বইয়ের অর্ডার দেওয়ার ব্যবস্থাও থাকছে।

Read More