Home> কলকাতা
Advertisement

আন্দোলন চলছে এক মাস, এখনও অনড় পড়ুয়ারা

আন্দোলন চলছে এক মাস, এখনও অনড় পড়ুয়ারা

কাল এক মাস পূর্ণ হচ্ছে যাদবপুরকাণ্ডের। লাগাতার চলছে আন্দোলন। ছাত্রছাত্রীরা বলছেন, ভবিষ্যতেও চলবে। যতদিন উপাচার্য পদত্যাগ না করেন, ততদিন। এদিকে বিশ্ববিদ্যালয়ে  দেখা নেই উপাচার্যের। কেন তিনি গরহাজির? কেউ জানে না। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে কীভাবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

চলছে আন্দোলন-বিক্ষোভ... চলছে বয়কট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিসিকাণ্ডের এক মাস পরও বদয়লায়নি ছবি। কোন পথে স্বাভাবিক হবে যাদবপুর? উপায় কী? আন্দোলনের রূপরেখা ঠিক করতে বুধবার বৈঠক করেন ছাত্রছাত্রীরা। প্রশ্ন ছিল, বয়কট কি চলবে নাকি তা তুলে নেওয়া হবে? আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, আন্দোলনের পথ থেকে সরে আসার প্রশ্নই নেই। চলবে ক্লাস বয়কটও।

বৃহস্পতিবার, যাদবপুরকাণ্ডের একমাস পূর্তি। এদিন একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্রছাত্রীরা। উপাচার্য-বয়কট চলবে। বুধবার সিদ্ধান্ত হয়েছে জুটার বৈঠকেও। বৃহস্পতিবার মহামিছিলের ডাক দিয়েছে এই অধ্যাপক সংগঠন। শিক্ষামন্ত্রীর বক্তব্য, ছাত্রছাত্রীরাই পারে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। সব পক্ষই অনড় অবস্থানে। অথৈ জলে  ছাত্রছাত্রীদের ভবিষ্যত।  

 

Read More