Home> কলকাতা
Advertisement

স্বাধীনতার রং মেখে রঙিন পনেরোই অগস্টের রেড রোড

স্বাধীনতার রং মেখে রঙিন পনেরোই অগস্টের রেড রোড

ওয়েব ডেস্ক: বাংলার প্রতিটি কোণের সংস্কৃষ্টি-কৃষ্টি মিলেমিশে একাকার। তার মধ্যেই পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। একপাশে সুরজিত্‍ কর পুরকায়স্থ, অন্যপাশে রাজীব কুমার। কলকাতা পুলিসের বিভিন্ন দফতরের কুচকাওয়াজ। অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। রঙিন ট্যাবলোয় এ এক অন্য সকাল, অন্য দিন। জানুন- ৮১ লাখ আধার বাতিল, কী করে বুঝবেন আপনারটা বৈধ কিনা?


কন্যাশ্রী এখন বিশ্বশ্রী
রাষ্ট্রসঙ্ঘের সেরা পুরস্কার পেয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী এখন বিশ্বশ্রী।
 
সবুজশ্রী
শিশুর প্রকৃতিপাঠের প্রথম ধাপ। মুখ্যমন্ত্রীর আরও এক সাধের প্রকল্প।

অনূর্ধ্ব ১৭ ফুটবলারদের কসরত
অতীতের বিশিষ্ট ফুটবলার মানস ভট্টাচার্যের তত্ত্বাবধানে এ এক অভিনব ট্যাবলো।

কলকাতা পুলিসের কুচকাওয়াজ
স্বাধীনতা দিবসে এই প্রথম কুচকাওয়াজে অংশ নেয় ঝাড়খণ্ডের মহিলা পুলিস। ভাল কাজ করার জন্য পুলিসকর্মীদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।  

সুকন্যা
ছাত্রীদের আত্মরক্ষার প্রকল্প। মুখ্যমন্ত্রীর সামনে বিভিন্ন স্কুলের ছাত্রীরা কসরত দেখান। সুন্দরবনের বনবিবির পালা থেকে পুরুলিয়ার ছৌ নাচ, বাদ যায়নি কিছুই। বাংলার তাবড় গায়ক শিল্পীরা রেড রোড়ে  হাঁটেন ৭১তম স্বাধীনতা দিবসে।

 

 

Read More