Home> কলকাতা
Advertisement

পোস্তা উড়ালপুল বিপর্যয় কাণ্ডে সামনে এল আসল তথ্য

ভুল নকশা আর গুণগত মান যাচাইয়ের অভাবেই ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল।  রাজ্য সরকারকে জমা দেওয়া IIT রিপোর্টে সামনে এসেছে এই তথ্য।

পোস্তা উড়ালপুল বিপর্যয় কাণ্ডে সামনে এল আসল তথ্য

ওয়েব ডেস্ক : ভুল নকশা আর গুণগত মান যাচাইয়ের অভাবেই ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল।  রাজ্য সরকারকে জমা দেওয়া IIT রিপোর্টে সামনে এসেছে এই তথ্য।

রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, বিবেকানন্দ উড়ালপুলের নকশায় ত্রুটি ছিল এবং ওই ভুল নকশাই অনুমোদন করা হয়। উড়ালপুলের সব নির্মাণসামগ্রীর গুণগত মানও এক ছিল না। কোয়ালিটি চেকিং ঠিকমতো হয়নি বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

৩১ মার্চ পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ে।  মৃত্যু হয় ২৬ জনের। ঘটনার এক সপ্তাহ পর মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়। IIT খড়গপুরের প্রাক্তন অধ্যাপক আনন্দর্পণ গুপ্ত ও স্বপন মজুমদারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। IIT-র দুই প্রাক্তনীর দেওয়া ফাইনাল রিপোর্ট বুধবার নবান্নে জমা পড়েছে।

এখন এই পরিস্থিতিতে বিবেকানন্দ উড়ালপুলের বাকি অংশের কী হবে, তা নিয়ে চিন্তায় রাজ্য সরকার। এই বিষয়ে এখন IIT খড়গপুরের পরামর্শ চায় নবান্ন। আরও একবার দেখুন সেদিন কী ঘটেছিল,

Read More