Home> কলকাতা
Advertisement

গিরিশপার্ক কাণ্ডে চার্জশিটে অসঙ্গতি রয়েছে, মন্তব্য বিরোধীদের

পুরভোটের বিকেলে গিরীশপার্কে গোলমাল থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিসকর্মী জগন্নাথ মণ্ডল। গুরুতর আহত হন আরও কয়েকজন। মূল অভিযুক্ত হিসাবে মধ্য কলকাতার ডন গোপাল তিওয়ারিকে গ্রেফতার করে পুলিস। কিন্তু, বিরোধীদের অভিযোগ সেদিনের ঘটনার মাস্টারমাইন্ড আদতে দাপুটে তৃণমূল নেতা সঞ্জয় বক্সি।

গিরিশপার্ক কাণ্ডে চার্জশিটে অসঙ্গতি রয়েছে, মন্তব্য বিরোধীদের

ওয়েব ডেস্ক: পুরভোটের বিকেলে গিরীশপার্কে গোলমাল থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিসকর্মী জগন্নাথ মণ্ডল। গুরুতর আহত হন আরও কয়েকজন। মূল অভিযুক্ত হিসাবে মধ্য কলকাতার ডন গোপাল তিওয়ারিকে গ্রেফতার করে পুলিস। কিন্তু, বিরোধীদের অভিযোগ সেদিনের ঘটনার মাস্টারমাইন্ড আদতে দাপুটে তৃণমূল নেতা সঞ্জয় বক্সি।

বিরোধীদের দাবি পাত্তা দেয়নি পুলিস। চার্জশিটেও কোথাও তৃণমূল নেতার নাম নেই। যদিও, সেদিনের ঘটনায় গুরুতর আহত বিক্রম সিং বলছেন গুলি চালানোর নেপথ্যে ছিলেন তৃণমূলের দাপুটে নেতা। একইদাবি আরেক আক্রান্ত বিকাশ যাদবের। পুলিসকেও সেকথা বলেছিলেন তাঁরা।

নেপথ্যে কি তাহলে "দাদা' সঞ্জয়?  শুধু আক্রান্ত বিক্রম সিং বা বিকাশ যাদব নয়। সেদিনের ঘটনা নিয়ে জবানবন্দি দেন গিরীশপার্ক থানায় কর্তব্যরত ৪ পুলিসকর্মীও। ৪জনেরই দাবি সেদিন কোনও এক দাদার নির্দেশ তাণ্ডব চালাচ্ছিল দুষ্কৃতীরা। চার্জশিটে দাদা হিসাবে কুখ্যাত ডন গোপাল তিওয়ারিকে উল্লেখ করা হয়। কিন্তু, বিক্রম-বিকাশের দাবি সঞ্জয় বক্সিকেই এলাকায় দাদা বলে ডাকা হয়।

fallbacks

গিরীশপার্ক কাণ্ডের চার্জশিটে মূল অভিযুক্ত দেখানো হয় গোপাল তিওয়ারিকে। এইমুহুর্তে জেলে গোপাল। কিন্তু, আদৌ কি সেদিন গোপাল তিওয়ারি ঘটনাস্থলে ছিল? চার্জশিটের সঙ্গে মিলছে না প্রত্যক্ষদর্শীদের বয়ান।

চার্জশিটে অসঙ্গতি। উঠছে একাধিক প্রশ্ন।

প্রশ্ন ১- একাধিক ব্যক্তির পুলিসের কাছে দেওয়া বয়ানে সঞ্জয় বক্সির নাম থাকলেও তাকে একবারের জন্যও কেন জেরা করল না পুলিস?

প্রশ্ন ২- গিরিশ পার্ক থানার ওসি জিয়াউল কাদেরের ঘটনার দিন করা FIR-এ গোপাল তিওয়ারির নাম ছিল না। উপস্থিত পুলিস কর্মীরাও গোপালকে চিনতে পারেননি। আদৌ কতটা সম্ভব?

প্রশ্ন ৩- টিআই প্যারেডে গোপাল তিওয়ারিকে চিহ্নিত করেন ৪ পুলিস কর্মী। প্রত্যক্ষদর্শীদের কেন চিহ্নিতকরণের জন্য ডাকা হয়নি? তবে কী রাজনৈতিক ধাক্কাতেই পুলিসের চার্জশিট থেকে বাদ পড়ল সঞ্জয় বক্সির নাম? প্রশ্ন বিরোধীদের।

Read More