Home> কলকাতা
Advertisement

সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে টালা ব্রিজ ব্যবহার করে যাতায়াতকারী ১৯ রুটের ৫৫০ বাস!

অক্টোবর মাস থেকে টালা ব্রিজে (Tala Bridge) ভারী যানবাহন চলাচল বন্ধ।

সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে টালা ব্রিজ ব্যবহার করে যাতায়াতকারী ১৯ রুটের ৫৫০ বাস!

নিজস্ব প্রতিবেদন: টালা ব্রিজ ঘিরে আরও দুর্ভোগ বাড়তে চলেছে সাধারণ মানুষের। বলা ভাল বাস যাত্রীদের। কারণ, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে টালা ব্রিজ ব্যবহার করে যাতায়াত করত এমন ১৯ টি রুটের মোট সাড়ে পাঁচশো বাস-মিনিবাস। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- গঙ্গাসাগর পুন্যার্থীদের জন্য সুখবর! অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে সরকার

অক্টোবর মাস থেকে টালা ব্রিজে (Tala Bridge) ভারী যানবাহন চলাচল বন্ধ। বিকল্প রুট হিসেবে কলকাতাগামী বাস গুলি চিড়িয়া মোড় দিয়ে এবং ডানলপগামী বাসগুলি শোভাবাজার বা রাজবল্লভ পাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। এর জেরে বাস (Bus Route) অতিরিক্ত প্রায় আট কিলোমিটার ঘুরপথে পরিষেবা দিচ্ছিল।

আরও পড়ুন- স্কুল-কলেজে মেয়েদের আত্মরক্ষার পাঠ দেবে SFI, সাহসী করবে ABVP

দাবি উঠছিল, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেজ প্রতি অন্তত ২টাকা করে ভাড়া বাড়ানোর। প্রতি ট্রিপ শেষ করতে অতিরিক্ত প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লাগায় ট্রিপের সংখ্যাও কমে যাচ্ছে। ফলে দুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বাস মালিকরা। পরিবহন দফতরে তারা মোট আট বার চিঠি দিয়েছেন। লাভ হয়নি। তাই লোকসানে চলার বদলে বাস মালিকরা আপাতত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Read More