Home> কলকাতা
Advertisement

টলি নালার উপর আজই খুলছে ২টি সেতু, বেহালাবাসীর যাতায়াত যন্ত্রণা কমার আশা

সেতুর মাধ্যমে টালিগঞ্জ ফাঁড়ি হয়ে আপনি পৌঁছে যাবেন প্রিন্স আনোয়ার শাহ রোডে।

টলি নালার উপর আজই খুলছে ২টি সেতু, বেহালাবাসীর যাতায়াত যন্ত্রণা কমার আশা

নিজস্ব প্রতিবেদন : মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর থেকেই তাড়া করছে যন্ত্রণা। নিত্যদিনের যাতায়াতে ভোগান্তির শেষ নেই বেহালা ও নিউ আলিপুরের বাসিন্দাদের। তবে এবার যেন একটু স্বস্তি পেতে চলেছেন তাঁরা। পুজোর আগেই কিছুটা লাঘব হতে পারে এই যাতায়াত যন্ত্রণা।

টলি নালার উপর আজই দুটি ছোট সেতুর উদ্বোধন হবে। একটি সেতু ক্যানাল রোডের সঙ্গে প্রিন্স আনোয়ার শাহ রোডের সংযোগ স্থাপন করবে। মহাবীরতলা বা রায়বাহাদুর রোড ধরে এসে ক্যানাল রোড পেরিয়ে আপনি ওই সেতুতে উঠবেন। তারপর সেতুর মাধ্যমে টালিগঞ্জ ফাঁড়ি হয়ে আপনি পৌঁছে যাবেন প্রিন্স আনোয়ার শাহ রোডে।

আরও পড়ুন, দেবীপক্ষে চূড়ান্ত দলবদল, তৃণমূল ছেড়ে আগামিকালই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত

এই সেতুটির নাম দেওয়া হয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে। এই এপিজে আবদুল কালাম ব্রিজ দিয়ে যাতায়াত শুরু হওয়ার পর বেহালা ও নিউ আলিপুরের বাসিন্দাদের যাতায়াত যন্ত্রণা কিছুটা কমবে বলে আশা। অন্যদিকে আরও একটি ব্রিজের উদ্বোধন করা হবে করুণাময়ী ব্রিজের ভার লাঘব করার জন্য। দুটি ব্রিজেরই উদ্বোধন করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

Read More