Home> কলকাতা
Advertisement

নকশায় গলদ, চিংড়িঘাটা উড়ালপুলে ভারী যান চলাচল বন্ধের নির্দেশ পুরমন্ত্রীর

মাঝেরহাট বিপর্যয়ের পর সতর্ক রাজ্য সরকার। দিনকয়েক আগেই শহরের ৬টি ব্রিজের রোগ সারাতে পথে নেমেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

নকশায় গলদ, চিংড়িঘাটা উড়ালপুলে ভারী যান চলাচল বন্ধের নির্দেশ পুরমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : কতটা সুস্থ শহরের সেতুগুলি? উত্তর খুঁজতে আজ ফের পথে নামলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কেএমডিএ-র বিশেষজ্ঞদের নিয়ে উত্তর কলকাতার ৪টি ব্রিজ ঘুরে দেখেন পুরমন্ত্রী। পরিদর্শনের পর অরবিন্দ সেতু, উল্টোডাঙা ব্রিজ, উল্টোডাঙা নিউ ফ্লাইওভার-এর স্বাস্থ্য  সম্পর্কে আশ্বস্ত হলেও, হোঁচট খেলেন চিংড়িঘাটা উড়ালপুলে।

আরও পড়ুন, মাঝেরহাটের বিকল্প অস্থায়ী সেতু তৈরির বরাত পেল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স

মাঝেরহাট বিপর্যয়ের পর সতর্ক রাজ্য সরকার। দিনকয়েক আগেই শহরের ৬টি ব্রিজের রোগ সারাতে পথে নেমেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার ফের ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করতে সরেজমিনে মন্ত্রী পৌছে যান উল্টোডাঙায়। চারটি ব্রিজের শরীর-স্বাস্থ্য খতিয়ে দেখেন। পরিদর্শনের পর কেএমডিএ-র বিশেষজ্ঞরা জানান, মাত্র ১৪ বছরের পুরনো চিংড়িঘাটা ফ্লাইওভারের নকশাতেই গলদ রয়েছে। ঝুঁকির পথে না হেঁটে এরপরই তড়িঘড়ি ব্রিজ মেরামতির নির্দেশ দেন পুরমন্ত্রী। চিংড়িঘাটা উড়ালপুলে আপাতত ভারী যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন, কালীঘাট ব্রিজ পরিদর্শনে ফিরহাদ, সমস্যা দেখলেই মন্ত্রীকে সরাসরি হোয়াটস অ্যাপ!

অরবিন্দ সেতুর স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাক। একটা-দুটো ছোটখাট অসুখ থাকলেও বিপদের কোনও কারণ-ই নেই। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। অরবিন্দু সেতুর বয়স ৪৫ বছর। জীবদ্দশায় মোট ৩তিন-তিনবার সারাই হয়েছে ব্রিজটি। মন্ত্রী আশ্বাস দেন, খুচখাচ রোগ ঝেড়ে ফেলে পুজোর পরই ব্রিজ এক্কেবারে চাঙ্গা হয়ে উঠবে। উল্টোডাঙা ব্রিজটিও ৩ দশকের পুরনো। তবে মোটের ওপর অবস্থা ভালোই। বেয়ারিং মেরামত করলেই ফের যুবককালে ফিরে যাবে ব্রিজ। পুজোর পরই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, উল্টোডাঙা নিউ ফ্লাইওভার সবে শিশু। বয়স মাত্র সাত। এখনও পর্যন্ত একবারও মেরামতি হয়নি। বেশ চাঙ্গা অবস্থাতেই রয়েছেন ব্রিজটি।

Read More