Home> কলকাতা
Advertisement

মুকুলের হাত ধরে বিজেপিতে সিঙ্গুরের চাষিরা

 ২০ জন চাষির হাতে গেরুয়া পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়। 

মুকুলের হাত ধরে বিজেপিতে সিঙ্গুরের চাষিরা

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায় বিজেপিতে যোগদান করার পরই গেরুয়া পতাকা হাতে তুলে নিচ্ছেন তৃণমূলের বিক্ষুব্ধরা। সেই পথ ধরেই শুক্রবার বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের টাটা প্রকল্পের জমির ইচ্ছুক ও অনিচ্ছুক কয়েকজন চাষি। 

এদিন রাজ্য বিজেপি অফিসে দলবদল অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়। ২০ জন চাষির হাতে গেরুয়া পতাকা তুলে দেন তাঁরা।

আরও পড়ুন- প্রকাশ্য মঞ্চে নরেন্দ্র মোদীকে 'হারামজাদা' বললেন সূর্যকান্ত মিশ্র
  
সিঙ্গুরের জমি আন্দোলন ও নন্দীগ্রামই ভিত নড়িয়ে দিয়েছিল ৩৪ বছরের বাম সরকারের। তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিল রাজনৈতিক উচ্চতা। সেই আন্দোলনে সামিল ছিলেন সিঙ্গুরের টাটা প্রকল্পের অনিচ্ছুক জমিদাতারা। তৃণমূলকে সমর্থন দিয়েছিল বেড়াবেড়ি। সেই বেড়াবেড়ির চাষিদের একাংশই এদিন যোগ দিলেন বিজেপিতে। 

Read More