Home> কলকাতা
Advertisement

খাস কলকাতায় পুলিসের জালে ভুয়ো প্যান কার্ড চক্র

খাস কলকাতায় বেরিয়ে পড়ল কেঁচো খুঁড়তে কেউটে। কসবায় ঝাঁ চকচকে অফিসের পিছনে অভিনব জালিয়াতিচক্র। পুলিসের জালে ভুয়ো প্যান কার্ড চক্রের পাণ্ডা।

খাস কলকাতায় পুলিসের জালে ভুয়ো প্যান কার্ড চক্র

ওয়েব ডেস্ক: খাস কলকাতায় বেরিয়ে পড়ল কেঁচো খুঁড়তে কেউটে। কসবায় ঝাঁ চকচকে অফিসের পিছনে অভিনব জালিয়াতিচক্র। পুলিসের জালে ভুয়ো প্যান কার্ড চক্রের পাণ্ডা।

গতকাল রাতেই এলগিন রোড থেকে অরিন্দম ঘোষ দস্তিদার নামে এক যুবককে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয় ২২টি জাল প্যানকার্ড। কসবা এলাকায় একটি ছাপাখানা খুলে বসেছিল অরিন্দম। সেখানেই তৈরি হত ভুয়ো প্যানকার্ড।

আরও পড়ুন- রক্ষকরাই যখন আক্রান্ত, তখন আমজনতার নিরাপত্তা কোথায়?

ঝাঁ চকচকে অফিসে নিয়োগ করা হয়েছিল বেশ কয়েকজন কর্মীকে। গাড়ির জন্য লোনের ব্যবস্থা করত এরা। সেখানেই বিছিয়ে ছিল প্রতারণার জাল। বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোনের ব্যবস্থা করে দেওয়ার নামে বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে মোটা টাকা ফেলা হত।  ভুয়ো প্যান কার্ডের মাধ্যমে কালো টাকাও সাদা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন- এবার চিড়িয়ামোড়, ফের বেআব্রু পুলিসেরই নিরাপত্তার ছবি

Read More