Home> কলকাতা
Advertisement

এক ঝলকে দেখুন গত বিধানসভা নির্বাচনের ফল

রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গেল আজ থেকেই। টাটকা ভোটের আমেজে গা ভাসানোর আগে আজ আর একবার ডুব দিন না, গত বিধানসভা নির্বাচনের ফলের স্মৃতিতে। তাহলে বুঝতে সুবিধা হবে, কী হতে চলেছে এবারের নির্বাচনে।

এক ঝলকে দেখুন গত বিধানসভা নির্বাচনের ফল

ওয়েব ডেস্ক: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গেল আজ থেকেই। টাটকা ভোটের আমেজে গা ভাসানোর আগে আজ আর একবার ডুব দিন না, গত বিধানসভা নির্বাচনের ফলের স্মৃতিতে। তাহলে বুঝতে সুবিধা হবে, কী হতে চলেছে এবারের নির্বাচনে।

এক নজরে দেখে নিন গত নির্বাচনে কোন রাজনৈতিক দল, কটি আসন পেয়েছিল। মোট আসন - ২৯৪ টি

 দল ২০১১-তে প্রাপ্ত আসন  ২০০৬-এর থেকে সিট বেড়েছে বা কত কমেছে
তৃণমূল কংগ্রেস ১৮৪ ১৫৪ টি আসন বেড়েছে
কংগ্রেস ৪২ ২১ টি আসন বেড়েছে
সিপিআইএম ৪০ ১৩৬ টি  আসন কমেছে
ফরোয়ার্ড ব্লক ১১ ১২ টি আসন কমেছে
আর এস পি ১৩ টি আসন কমেছে
গোর্খা জনমুক্তি মোর্চা ৩ টি আসন বেড়েছে
সি পি আই ৬ টি আসন কমেছে
সমাজবাদী পার্টি ১ টি আসন বেড়েছে
এস ইউ সি আই ১ টি আসন কমেছে
ডি এস পি ১ টি আসন বেড়েছে
নির্দল ৪ টি আসন কমেছে
বি জে পি  -

 

Read More