Home> কলকাতা
Advertisement

Binoy Mishra: বিনয় মিশ্রকে পলাতক আর্থিক তছরূপকারী ঘোষণার দাবি ইডির

আদালত আবেদন মঞ্জুর করলেই বিনয় মিশ্রের দেশে-বিদেশে নামে-বেনামে সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে।

Binoy Mishra: বিনয় মিশ্রকে পলাতক আর্থিক তছরূপকারী ঘোষণার দাবি ইডির

বিক্রম দাস : পলাতক আর্থিক তছরূপকারী ঘোষণা করা হোক বিনয় মিশ্রকে। পাতিয়ানা হাইকোর্টের কাছে দাবি জানাল ইডি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দিল্লি দফতর ২০১৮-র FEO অ্যাক্ট অনুযায়ী পাতিয়ালা হাইকোর্টে এই আবেদন জানিয়েছে। 

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আদালত আবেদন মঞ্জুর করলেই বিনয় মিশ্রের নামে-বেনামে সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। সেক্ষেত্রে বাজেয়াপ্ত করা হবে দেশে-বিদেশে থাকা সব সম্পত্তি। এর আগে এই এই তালিকায় নাম রয়েছে বিজয় মাল্য, মেহুল চোসকি ও নীরব মোদির।

প্রসঙ্গত, দেশ ছেড়ে পালিয়েছে কয়লা ও গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র। এর আগেই বিনয় মিশ্রের খোঁজ দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সিবিআই। কয়লা ও গরু পাচারকাণ্ডে একযোগে তদন্তে নেমেছে সিবিআই ও ইডি। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে এখন বিনয় রয়েছে বলে খবর। তার বিরুদ্ধে ইতিমধ্যে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। 

আরও পড়ুন, Exclusive: খাস কলকাতায় 'ভুতুড়ে' প্রাথমিক স্কুল! হাইকোর্টে রিপোর্ট রাজ্যের

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে কীভাবে অনুপ্রবেশ? পুলিস কমিশনারকে রিপোর্ট সিটের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More