Home> কলকাতা
Advertisement

গুদামঘরে ঠাঁই হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার!

পুজোর মরসুম শেষ। কিন্তু বড়দুর্গার কী হলো? নিরাপত্তার ঘেরাটোপে বড়দুর্গা পড়ে রয়েছে দেশপ্রিয় পার্কের মাঠেই। ইকো পার্কে সরকারি সহযোগিতায় বড় দুর্গা রেখে দেওয়ার কথা শোনা গেলেও আদতে কাজের কাজ কিছুই হয় নি। আপতত তাই গুদামঘরে ঠাঁই হতে  চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার।

গুদামঘরে ঠাঁই হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার!

ওয়েব ডেস্ক: পুজোর মরসুম শেষ। কিন্তু বড়দুর্গার কী হলো? নিরাপত্তার ঘেরাটোপে বড়দুর্গা পড়ে রয়েছে দেশপ্রিয় পার্কের মাঠেই। ইকো পার্কে সরকারি সহযোগিতায় বড় দুর্গা রেখে দেওয়ার কথা শোনা গেলেও আদতে কাজের কাজ কিছুই হয় নি। আপতত তাই গুদামঘরে ঠাঁই হতে  চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার।

শোনা যাচ্ছিল বড় অঙ্কের টাকায় বিক্রি হয়ে গেছে, আমেরিকায় চলে গেছে বড় দুর্গা। আসলে দেশপ্রিয় পার্কে মাঠের এককোণে পড়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা। টিনের প্রাচীর দিয়ে ঘিরে দিয়ে লোকচক্ষুর আড়ালেই রাখা হয়েছে। কিন্তু কোথায় শেষমেশ থাকবে বা আদৌ থাকবে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত কিছু বলতে পারছেন না উদ্যোক্তা বা প্রতিমাশিল্পী কেউই।

Read More