Home> কলকাতা
Advertisement

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে আগুন, ছড়িয়ে পড়ার আশঙ্কা

পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, সন্ধে হওয়ায় ছুটি হয়ে গিয়েছে। ফলে, কর্মীদের আটকে থাকার আশঙ্কা নেই। 

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে আগুন, ছড়িয়ে পড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: ভরসন্ধেয় স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের দফতরে লাগল আগুন (Eastern Railways Office Fire)। সন্ধে ৬টা ১০ নাগাদ বহুতলের ১৩ তলায় আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। বিঘ্নিত যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। পূর্ব রেলের মুখপাত্র জানান, সন্ধে হওয়ায় ছুটি হয়ে গিয়েছে। ফলে, কর্মীদের আটকে থাকার আশঙ্কা নেই। তবে ১৩ তলায় যাঁরা কাজ করেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।       

সন্ধে ৬ টা ১০ মিনিটে আগুন লাগে স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের দফতরের (Eastern Railways Office Fire) ১৩ তলায়। ওই ভবনের ১৩ তলায় রয়েছে পূর্ব রেলের সিগন্যাল ও টেলিকমের অফিস। ১২ তলায় মেডিক্যাল ভবন। ১৩ তলায় আগুন লাগায় নেভাতে সমস্যা হচ্ছিল দমকলের। পরে দু'টি ল্যাডার নিয়ে যাওয়া হয়। দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu) বলেন,'৮ থেকে ১০ হাজার স্কোয়ার ফুটের বাড়ি। পিছনের অংশের কী রয়েছে, তা জানা যায়নি। রেলের কাছ থেকে ভবনের প্ল্যান চাওয়া হয়েছিল। তবে এখনও তা মেলেনি। তার জেরে দমকল নাগাড়ে চেষ্টা করলেও আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। '  

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ২০টি ইঞ্জিন। এখনও পর্যন্ত ৪ জন জখম হয়েছেন বলে খবর।   

আরও পড়ুন- WB Assembly Election 2021: প্রথম দফার সব বুথ স্পর্শকাতর, জানাল কমিশন; থাকছে পর্যাপ্ত বাহিনী

 

 

Read More