Home> কলকাতা
Advertisement

রেশন না পেয়ে রেশন দোকানে গ্রাহকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

  এবার আর নতুন ধরনের রেশন কার্ডের জন্য নয়। বরং রেশনে জিনিস না পাওয়াতেই অশান্তি, বিক্ষোভ মানুষের মধ্যে। রেশন না পেয়ে রেশন দোকানে গ্রাহকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ। সল্টলেকের দত্তাবাদের ঘটনা। গ্রাহকদের অভিযোগ, রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও মেলে না রেশনের চাল, চিনি। প্রতিবাদে আজ বাইপাস থেকে সল্টলেকে ঢোকার মুখে দত্তাবাদে রাস্তা অবরোধ করে রাখে তাঁরা।

রেশন না পেয়ে রেশন দোকানে গ্রাহকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

ওয়েব ডেস্ক:  এবার আর নতুন ধরনের রেশন কার্ডের জন্য নয়। বরং রেশনে জিনিস না পাওয়াতেই অশান্তি, বিক্ষোভ মানুষের মধ্যে। রেশন না পেয়ে রেশন দোকানে গ্রাহকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ। সল্টলেকের দত্তাবাদের ঘটনা। গ্রাহকদের অভিযোগ, রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও মেলে না রেশনের চাল, চিনি। প্রতিবাদে আজ বাইপাস থেকে সল্টলেকে ঢোকার মুখে দত্তাবাদে রাস্তা অবরোধ করে রাখে তাঁরা।

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে

শেষপর্যন্ত কাউন্সিলর নির্মল দত্তের আশ্বাসে অবরোধ ওঠে। তবে, বিক্ষোভকারীদের বক্তব্য, এটা একদিনের ঘটনা নয়। মাঝেমাঝেই নাকি এমন ঘটে। সহ্য সীমা ছাড়িয়ে যাওয়ার পরই এমন প্রতিবাদ তাঁদের।

আরও পড়ুন  শ্রী লেখা এবং আঁকা

 

Read More