Home> কলকাতা
Advertisement

পার্টিটা ক্ষমতা পাওয়ার লঞ্চিং প্যাড নয়, সৌমিত্রর 'বিস্ফোরণে' মন্তব্য Dilip-র

সভাপতিকে বললেও অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না। ফেসবুক লাইভে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে এমন অভিযোগ করেন সৌমিত্র খাঁ। 

পার্টিটা ক্ষমতা পাওয়ার লঞ্চিং প্যাড নয়, সৌমিত্রর 'বিস্ফোরণে' মন্তব্য Dilip-র

নিজস্ব প্রতিবেদন: সভাপতিকে বললেও অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না। ফেসবুক লাইভে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে এমন অভিযোগ করেন সৌমিত্র খাঁ। তার পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন,'যার যেমন বোঝার শক্তি সে তেমন বুঝবে। কে কী বোঝে তার অধিকার তো তাঁকে দেওয়া হয়নি। হয়তো মন্ত্রীর লাইনে ছিলেন, পাননি।'

মন্ত্রিত্বের না পাওয়ায় সৌমিত্র ফেসবুকে 'বিস্ফোরণ' করেছেন বলে মনে করেন দিলীপ (Dilip Ghosh)। তাঁর কথায়,'হতাশা থেকে বলেছেন। কষ্ট পাওয়া স্বাভাবিক। আমাদের দলে অনেক নতুন নতুন লোক এসেছেন। তাঁরা পার্টি বোঝেন না, আদর্শ বোঝেন না, ডিসিপ্লিনও বোঝেন না। সেটা বোঝার পর কথা বলা উচিৎ। পার্টিটা ক্ষমতা পাওয়ার লঞ্চিং প্যাড নয়। হাজার হাজার কর্মী, বহু সাংসদ, বিধায়ক আছেন। তাঁরা কিন্তু স্বপ্ন দেখেন না। শৃঙ্খলা না মেনে কথা বললে নেতাদের ওজন কমে। তাঁর প্রতি লোকের ধারণা খারাপ হয়।'

বিজেপি সূত্রের খবর, মন্ত্রিত্ব না পাওয়া গোঁসা হয়েছে সৌমিত্রর। দুপুর ১টা পর্যন্ত দিল্লির ফোন পাওয়ার আশায় ছিলেন। মুকুল রায়ের বাড়িতে যাওয়ার কথা থাকলেও যাননি। তবে ফোন আসেনি। বেশ কয়েকবার শিব প্রকাশকে ফোন করেন। ডাক আসছে না, নিশ্চিত হওয়ার পর ফেসবুকে পদত্যাগের কথা ঘোষণা করেন সৌমিত্র। রাতে আবার তা প্রত্যাহার করেন। ফেসবুকে তিনি জানান,'বিজেপি নেতা বিএল সন্তোষের নির্দেশে ইস্তফা প্রত্যাহার করলাম।'  

আরও পড়ুন- 'সিরিয়াসলি নিচ্ছি না', সৌমিত্রর 'আয়নায় মুখ দেখুন' খোঁচার জবাব Suvendu-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

Read More