Home> কলকাতা
Advertisement

পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ, বিস্ফোরক দিলীপ

এই ৩৭০ অনুচ্ছেদ বিলোপ যারা সমর্থন করছেন না, তাঁরা বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করছেন। দাবি দিলীপ ঘোষের।

পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ, বিস্ফোরক দিলীপ

নিজস্ব প্রতিবেদন : কাশ্মীরের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে বিস্ফোরক দিলীপ ঘোষ। 'এক দেশ এক কর্মশালা' নামে বিজেপির পক্ষ থেকে এদিন এক কর্মসূচি নেওয়া হয়। সেখানেই বিজেপি রাজ্য সভাপতি তোপ দাগেন, পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ।

বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় আজ। ৩৭০ অনুচ্ছেদ বাতিল প্রসঙ্গে মানুষকে ওয়াকিবহল করতেই মহিলা মোর্চার কর্মীদের নিয়ে এই কর্মশালা। সেখানে দিলীপ ঘোষ বলেন, "৩৭০ অনুচ্ছেদ এতদিন চালু থেকে কী লাভ হয়েছে? কোনও লাভ হয়নি। তাঁরা বিচ্ছিন্ন থেকেছেন।" তিনি বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে এক দেশের স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ করেছেন মোদী।" এমনকি এই ৩৭০ অনুচ্ছেদ বিলোপ যারা সমর্থন করছেন না, তাঁরা বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করছেন বলেও তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন, 'ফেরার' রাজীব কুমার! পালিয়ে বাঁচতে পারবেন না, হুঙ্কার দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ এদিন দাবি করেন, বাংলায় পরিবর্তন আসবেই। পরিবর্তনের দিন আসন্ন। স্বপ্নের বাংলা তাঁরাই তৈরি করবেন। বিজেপি রাজ্য সভাপতি তোপ দাগেন, আমাদের হাজার হাজার কর্মী ঘরছাড়া। খুন হয়ে গিয়েছেন বহু কর্মী। কারোও চোখের জল বৃথা যাবে না বলে এদিন হুঁশিয়ারি দেন তিনি।

Read More