Home> কলকাতা
Advertisement

By-Poll: যদুবাবুর বাজারে Dilip Ghosh-কে ঘিরে বিক্ষোভ! এক BJP কর্মীর মাথা ফাটানোর অভিযোগ

দিলীপ ঘোষকে দেখে গোব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ।

By-Poll: যদুবাবুর বাজারে Dilip Ghosh-কে ঘিরে বিক্ষোভ! এক BJP কর্মীর মাথা ফাটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভবানীপুর উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে সেখানে প্রচারে যান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। অভিযোগ, দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল (TMC) কর্মীরা। তাঁকে দেখে গোব্যাক স্লোগান দেওয়া হয়। হেনস্থা করা হয়। গণ্ডগোলের জেরে মাথা ফাটে এক বিজেপি (BJP) কর্মীর। 

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির বিরুদ্ধে টিকাকরণ কেন্দ্রে ভোট প্রচারের অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, প্রথমে স্থানীয় এক তণমূল কর্মীকে ধাক্কা দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। দিলীপ ঘোষকে ধাক্কা দেওয়া হয়। তৃণমূল কর্মীদের হামলার জেরে এক বিজেপি কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। দিলীপ ঘোষ বলেন, "হেরে গিয়েছে জেনে তৃণমূল হামলা করেছে।"    

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তাঁর দাবি, হেরে যাওয়ার ভয়ে হামলা করছে বিজেপি (BJP)। পাল্টা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন, "বিজেপি (BJP) কে? খায় না মাথায় দেয়! ভবানীপুরে হার নিশ্চিত জেনে ভূমি তৈরি করছে। ওখানে বিজেপির (BJP) কোনও সংগঠন নেই। ওদের পোলিং এজেন্টই নেই।" 

যদুবাবুর বাজারে সভা করতে আসার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও (Suvendu Adhikari)। তিনি এলে বিক্ষোভ দেখাতে পারে তৃণমূল কর্মীরা। সূত্রের খবর, বিজেপির সভাস্থলের কাছে ভিড় করেছে প্রচুর তৃণমূল কর্মী। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এলে ফের বিক্ষোভ হতে পারে বলে সূত্রের খবর। 

Read More