Home> কলকাতা
Advertisement

হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন

আগুনের তাপে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে

হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাট সংলগ্ন গোটাউন। শুক্রবার গভীর রাতে ওই রাসায়নিকের গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২০টি ইঞ্জিন।

আরও পড়ুন-তৃণমূলের 'জয় বাংলা'র নতুন কৌশলে দলীয় ভবনে ছবিতে আলোকিত বাংলার মনিষীরা        

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাশের ঝুপড়ি থেকেই ওই গোডাউনে আগুন লেগে যায়। ইনল্যান্ড ট্রান্সপোর্ট নামে একটি কোম্পানি ওই গোডাউনটি ভাড়া নিয়েছিল। প্রত্যদর্শীদের বক্তব্য রাত তিনটে নাগাদ শতাব্দী প্রাচীন ওই গোডাউনটিতে আগুন লাগে। তবে রাতে গোডাউনে কেউ ছিল না।

দমকল সূত্রে খবর, আগুনের উত্সের কাছাকাছি তারা পৌঁছতে পেরেছেন। ভোর থেকেই ঘটনাস্থলে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। রয়েছেন দমকলের ডিজি জগমোহন। আগুনের তাপে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে।

আরও পড়ুন-লকেটের 'রাম নাম' রোখার পুরস্কার, মোক্তারকে মিষ্টি খেতে ১০ হাজার দিলেন মমতা

ভবনটির নীচেরতলায় একটি নামী বহুজাতিক কোম্পানির গোডাউন রয়েছে। জানা যাচ্ছে গোডাউন ভবনটিতে জলের কোনও রিজার্ভার ছিল না। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন। তবে একদিকে আগুন নেভানো হলেও অন্যদিকে ফের আগুন লেগে যাচ্ছে। রাসায়নিক থাকার জন্যই আগুন দ্রুত ছড়াচ্ছে। গোডাউনটিতে আগুন নেভানোর উপযুক্ত ব্যবস্থা ছিল না বলে মনে করা হচ্ছে। 

 

Read More