Home> কলকাতা
Advertisement

নারকেলডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন, দমকল দেরিতে আসার অভিযোগে উত্তেজনা

নারকেলডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন, দমকল দেরিতে আসার অভিযোগে উত্তেজনা

নারকেলডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন, দমকল দেরিতে আসার অভিযোগে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদন: বাগবাজারের পর এবার শিয়ালদহ। সোমবার নারকেলডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। জানা গিয়েছে, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আগুন লাগে। যদিও দমকল দেরিতে আসার অভিযোগে তুলেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকলের আধিকারিকরা। উল্লেখ্য, কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত সিগারেট-বিড়ি থেকে আগুন লেগে থাকতে পারে। কারণ বৈদ্যুতিক কারণে আগুন লাগার সম্ভাবনা নেই এই বস্তিতে। অন্তত এমনটাই বলছেন দমকলর আধিকারিকরা।

fallbacks

এই এলাকায় এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ধুপড়িতে আগুন লাগে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নারকেলডাঙা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে যে খালপাড় সেখানেই আগুন লাগে। প্রায় ২৫ থেকে ৩০টি পরিবারের বাস ছিল এই বস্তিতে, প্রায় সবকটি ঘরই পুড়ে গিয়েছে বলে খবর। এখনও পর্যন্ত কারও শারীরিক ক্ষতি হয়নি। 

fallbacks

Read More