Home> কলকাতা
Advertisement

পুরসভাই নয় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের 'জাল চিঠি' দিয়ে রক্ষী নিয়োগ Debanjan-র!

রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের যুগ্ম সচিব হিসেবে চিঠিতে নিজেকে উল্লেখ করেছেন দেবাঞ্জন (Debanjan Deb)।

পুরসভাই নয় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের 'জাল চিঠি' দিয়ে রক্ষী নিয়োগ Debanjan-র!

নিজস্ব প্রতিবেদন: শুধু পুরসভার নয় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে চিঠি জাল করেছেন দেবাঞ্জন দেব (Debanjan Deb)। গতবছর নিরাপত্তারক্ষী নিয়োগের ক্ষেত্রে এই 'চিঠি'ই ব্যবহার করেছে তিনি। ওই জাল নিয়োগপত্র হাতে পেয়েছেন বিএসএফের প্রাক্তন জওয়ান অরবিন্দ বৈদ্য।                  

রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের যুগ্ম সচিব হিসেবে চিঠিতে নিজেকে উল্লেখ করেছেন দেবাঞ্জন (Debanjan Deb)। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান অরবিন্দ বৈদ্য। একটি সংস্থার সূত্রে তাঁর সঙ্গে আলাপ দেবাঞ্জনের। ২০২০ সালের ডিসেম্বরে ৩ মাসের চুক্তিতে অরবিন্দকে নিয়োগ করেন তিনি। বেতন ঠিক হয় ৪১ হাজার টাকা। ৩ মাস পরে চুক্তির মেয়াদ আরও বাড়ে। 

নিজের আত্মীয়কেও ঠকিয়েছেন দেবাঞ্জন দেব। ৪ বছর আগে ওই আত্মীয় জানতে পারেন দেবাঞ্জন আইএএস। তথ্য সংস্কৃতি দফতরে চাকরি দেওয়ার নামে তাঁর ইন্টারভিউ নেওয়া হয়। এমনকি নিয়োগপত্রও দেয় দেবাঞ্জন। মাসে ৪০ হাজার টাকা বেতন স্থির হয়। পরে পুরসভায় ডেপুটেশনে আনা হচ্ছে বলে তাঁকে জানানো। সবটাই হয়েছে জাল নথি ব্যবহার করে।

 

Read More