Home> কলকাতা
Advertisement

বিষাক্ত গ্যাসে মৃত্যু শ্রমিকের, নির্মাণ ভেঙে উদ্ধার হল দেহ

ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা।

বিষাক্ত গ্যাসে মৃত্যু শ্রমিকের, নির্মাণ ভেঙে উদ্ধার হল দেহ


নিজস্ব প্রতিবেদন: নির্মীয়মাণ এক সরকারি ভবনের জন্য পয়ঃপ্রণালীর কাজ চলছিল। কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎই সেখানে বিষাক্ত গ্যাস বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। একজন মারা যান, অসুস্থ হন দু'জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেদার কমপ্লেক্স (leather complex) এলাকায় একটি ম্যানহোল তৈরির কাজ চলছিল। তার মধ্যে নেমে কাজ করছিলেন তিন শ্রমিক। ম্যানহোল থেকে হঠাৎই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় তাঁরা অজ্ঞান হয়ে পড়েন। এবং ওই ড্রেনের মধ্যেই আটকে পড়েন। এঁদের মধ্যে দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক নার্সিংহোমে। ওই দুই শ্রমিক আপাতত নিরাপদ।

আরও পড়ুন: নাড্ডা আসছেন, প্রস্তুতি তুঙ্গে নদিয়ার চটির মাঠে

কিন্তু অন্য এক শ্রমিককে প্রথমে উদ্ধার করা যায়নি, বাঁচানোও সম্ভব হয়নি তাঁকে। পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে মাটি কেটে তাঁকে উদ্ধার করেন। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ (police)।

আরও পড়ুন: 'হিন্দুরা যেন ফেলনা' মান্নানকে তোপ মালব্যের

Read More