Home> কলকাতা
Advertisement

জয় রাইডে বিপর্যয়

অ্যাকোয়াটিকায় জয় রাইডে চড়তে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। গত ১৬ই মে স্ত্রী, মেয়ে ও বোনের পরিবারের সঙ্গে অ্যাকোয়াটিকায় যান প্রিন্স আনোয়ার শা রোডের বাসিন্দা অজয় শ। সেখানেই ৪০ ফুটের একটি রাইডে ওঠেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ না নামায় চিন্তিত পরিবার যোগাযোগ করেন কর্মীদের সঙ্গে। দেখা যায়, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন অজয় শ। অভিযোগ, সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি। এমনকি অ্যাকোয়াটিকায় অক্সিজেন সহ কোনওকিছুরই ব্যবস্থা ছিল না। কয়েকজনের সাহায্যে পাশেই একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় অজয়বাবুকে। সেখানে ইসিজি হয় তাঁর। এরপর রেফার করা হয় অন্য নার্সিংহোমে। অজয় শ কে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমে। চিকিত্সকেরা বলেন, প্রায় ২৫ মিনিট আগেই মৃত্যু হয়েছে তাঁর। মঙ্গলবার অভিযোগ জানাতে বারুইপুরে এস পি অফিসে আসে অজয়বাবুর পরিবার। সেখান থেকে কেএলসি থানায়। অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষ ও খুশী নার্সিংহোমের নামে অভিযোগ দায়ের করতে চাইলেও পুলিসও অভিযোগ নিতে চায়নি। এমনই অভিযোগ পরিবারের। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই অভিযোগ দায়ের করা যাবে বলে জানিয়েছে পুলিস। (আরও পড়ুন- ২৪ ঘণ্টার উদ্যোগ, সংজ্ঞাহীন শিশুকে ভর্তি নিল এনআরএস)

জয় রাইডে বিপর্যয়

ওয়েব ডেস্ক: অ্যাকোয়াটিকায় জয় রাইডে চড়তে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। গত ১৬ই মে স্ত্রী, মেয়ে ও বোনের পরিবারের সঙ্গে অ্যাকোয়াটিকায় যান প্রিন্স আনোয়ার শা রোডের বাসিন্দা অজয় শ। সেখানেই ৪০ ফুটের একটি রাইডে ওঠেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ না নামায় চিন্তিত পরিবার যোগাযোগ করেন কর্মীদের সঙ্গে। দেখা যায়, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন অজয় শ। অভিযোগ, সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি। এমনকি অ্যাকোয়াটিকায় অক্সিজেন সহ কোনওকিছুরই ব্যবস্থা ছিল না। কয়েকজনের সাহায্যে পাশেই একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় অজয়বাবুকে। সেখানে ইসিজি হয় তাঁর। এরপর রেফার করা হয় অন্য নার্সিংহোমে। অজয় শ কে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমে। চিকিত্সকেরা বলেন, প্রায় ২৫ মিনিট আগেই মৃত্যু হয়েছে তাঁর। মঙ্গলবার অভিযোগ জানাতে বারুইপুরে এস পি অফিসে আসে অজয়বাবুর পরিবার। সেখান থেকে কেএলসি থানায়। অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষ ও খুশী নার্সিংহোমের নামে অভিযোগ দায়ের করতে চাইলেও পুলিসও অভিযোগ নিতে চায়নি। এমনই অভিযোগ পরিবারের। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই অভিযোগ দায়ের করা যাবে বলে জানিয়েছে পুলিস। (আরও পড়ুন- ২৪ ঘণ্টার উদ্যোগ, সংজ্ঞাহীন শিশুকে ভর্তি নিল এনআরএস)

Read More