Home> কলকাতা
Advertisement

ট্যাক্সি অশান্তিতে শান্তি নেই কলকাতার, ২৪ ঘণ্টার সরেজমিন তদন্ত

রাস্তায় বেরিয়ে ট্যাক্সির তো ভরসা না করাই ভাল। রোজকার অভিজ্ঞতা অন্তত সেটাই শেখাচ্ছে কলকাতার আম-আদমিকে। পথে বেরিয়ে সেই অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরাও।  রাতের শহরে ট্যাক্সি-ভোগান্তির হাল-হকিকত্‍ সরেজমিনে ঘুরে দেখলেন চব্বিশ ঘণ্টার প্রতিনিধি। ট্যাক্সি চলে যাওয়ার ছবি।

ট্যাক্সি অশান্তিতে শান্তি নেই কলকাতার, ২৪ ঘণ্টার সরেজমিন তদন্ত

কলকাতা: রাস্তায় বেরিয়ে ট্যাক্সির তো ভরসা না করাই ভাল। রোজকার অভিজ্ঞতা অন্তত সেটাই শেখাচ্ছে কলকাতার আম-আদমিকে। পথে বেরিয়ে সেই অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরাও।  রাতের শহরে ট্যাক্সি-ভোগান্তির হাল-হকিকত্‍ সরেজমিনে ঘুরে দেখলেন চব্বিশ ঘণ্টার প্রতিনিধি। ট্যাক্সি চলে যাওয়ার ছবি।

রাস্তায় বেরোলেই ট্যাক্সি। কিন্তু কোথাও যেতে চাইলেই বোঝা যায় কতটা মহার্ঘ এই বাহন। রাত্রি হলে তো কথাই নেই।

দেখা গেল বেশিরভাগ ট্যাক্সিই শুরুতেই না বলে দিচ্ছে। সামান্য কয়েকটি ট্যাক্সি যেতে রাজি,তবে মিটারের ভাড়ার ওপর আরও বেশি টাকা দাবি করছেন চালকেরা।

রাত বাড়ার সঙ্গে সঙ্গেই আরও দর বাড়ে ট্যাক্সিরও। রাস্তায় বেরনোর অনেকে তাই আগে থেকেই নিজের মতো করে  ফেরার বন্দোবস্ত করে রাখেন।

মানুষের কথা থেকেই স্পষ্ট ট্যাক্সি-যন্ত্রণার ছবিটা। দুর্ভোগ চরমে ওঠে রাতে। শহর জুড়ে পুলিস-ট্যাফিকের শ্যেন দৃষ্টির মাঝেই জেরবার হন সাধারণ মানুষ।

 

Read More