Home> কলকাতা
Advertisement

আমি ট্রায়ালে Vaccine-র ২টো ডোজ নিয়েছি, সুস্থ আছি : ফিরহাদ হাকিম

"৫টা পুরসভার স্বাস্থ্যকর্মীরা আজ টিকা পাবেন। আস্তে আস্তে আমরা সব জায়গায় চালু করে দেব।"

আমি ট্রায়ালে Vaccine-র ২টো ডোজ নিয়েছি, সুস্থ আছি : ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিবেদন : "আমি ট্রায়ালে Covid Vaccine-এর ২টো ডোজ নিয়েছি। সুস্থ আছি।" এদিন গণ টিকাকরণ কর্মসূচিতে অংশ নিয়ে বললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ চেতলায় Vaccination কর্মসূচি পরিদর্শনে আসেন পুরমন্ত্রী। তাঁর সামনেই টিকা দেওয়া হয়। 

Covid Vaccine নিয়ে ফিরহাদ হাকিম বলেন, "আমি সুস্থ আছি। তাই সবাইকে বলতে চাই যে আপনারা সবাই ভ্যাকসিন নিন।" পুরমন্ত্রী জানান, সব জায়গাতেই এই Vaccination কর্মসূচি চালু হচ্ছে। আজ স্বাস্থ্যকর্মীরা টিকা পাবেন। ধীরে ধীরে সবাই পাবেন করোনার টিকা। তিনি বলেন, "আমি সবাইকে বলছি, আপনারা ভ্যাকসিন নিন। মাস্ক মুক্ত জীবনযাপন করুন। ৫টা পুরসভার স্বাস্থ্যকর্মীরা আজ টিকা পাবেন। আস্তে আস্তে আমরা সব জায়গায় চালু করে দেব। আমাদের হাতে এখন করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র এসে গিয়েছে। তাই সেই অস্ত্র প্রয়োগ করুন। করোনামুক্ত জীবনযাপন করুন।"

উল্লেখ্য, এদিন দেশজুড়ে গণ টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণ কর্মসূচির সূচনা করে মোদী বলেন, "মনে করে সবাইকে দুটো ডোজ নিতে হবে। দুটো ডোজের মধ্যে একমাসের ব্যবধান রাখতে হবে। দ্বিতীয় ডোজের ২ সপ্তাহ পর আমাদের শরীর করোনা প্রতিরোধী হয়ে উঠবে। তাই টিকা নেওয়া মানেই মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো বা সামাজিক দূরত্বের লঙ্ঘন নয়। কোভিড বিধি মেনে চলতে হবে।"

আরও পড়ুন, 'দু-দুটো মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন,' দেশজুড়ে করোনা টিকাকরণের সূচনা প্রধানমন্ত্রীর

মোদীর টিকাকরণ কর্মসূচির সূচনার পর রাজ্যে জেলায় জেলায় শুরু হয়ে যায় Covid Vaccine দেওয়ার পালা। প্রথম দিন প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে টিকা দেওয়া হচ্ছে। প্রথমে চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত যাঁরা যাঁরা টিকা নিয়েছেন, তাঁরা প্রত্যেকেই জানিয়েছেন কোনও শারীরিক সমস্যা হচ্ছে না।

আরও পড়ুন, জেলায় জেলায় চলছে Vaccination, 'কোনও সমস্যা হচ্ছে না,' জানালেন টিকাগ্রহীতারা

Read More