Home> কলকাতা
Advertisement

করোনার চোখরাঙানি! ৩১ মার্চ পর্যন্ত বাতিল হাওড়া-পুরী গরীব রথ, পুরী শতাব্দী

যাত্রী সংখ্যা কম হওয়ার কারণেই এহেন সিদ্ধান্ত বলে রেলের তরফে জানানো হয়েছে।

করোনার চোখরাঙানি! ৩১ মার্চ পর্যন্ত বাতিল হাওড়া-পুরী গরীব রথ, পুরী শতাব্দী

নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কে যাত্রীর দেখা নেই। সাবধানতা অবলম্বনে সবাই নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। কেউ ঝুঁকি নিয়ে কার্যত বাইরে বেরচ্ছে না। আর দূরে যাওয়া তো অনেক পরের কথা। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে সবধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই নির্দেশিকা মেনে দেশজুড়ে বহু মন্দির, তীর্থস্থান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেগুলি এখনও খোলা আছে সেখানেও তীর্থযাত্রীদের ভিড় নেই বললেই চলে।

আরও পড়ুন, কেরল থেকে ফিরে 'অসুস্থ' শরীরেই ঘুরছেন জেলাশাসক, খালি চোখে দেখেই CMOH-র দাবি 'করোনা  নেই'

এহেন অবস্থায়, ৩১ মার্চ পর্যন্ত হাওড়া-পুরী গরীব রথ, পুরী শতাব্দী  ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল রেল। ৩১ মার্চ পর্যন্ত ট্রেন দুটি বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। যাত্রী সংখ্যা কম হওয়ার কারণেই এহেন সিদ্ধান্ত বলে রেলের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, আগামী ২ সপ্তাহ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সঠিক সাবধানতা অবলম্বন না করলে, কমিউনিটি সংক্রমণের আশঙ্কা থেকে যায়। 

Read More