Home> কলকাতা
Advertisement

আজ মরশুমের শীতলতম দিন

মেঘ সরতেই শীতের জানান দিচ্ছে উত্তুরে হাওয়া। আজ মরশুমের শীতলতম দিন। আজকের তাপমাত্রা বারো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পচিশে ডিসেম্বরের আগে পর্যন্ত শীত না পড়ার অন্যতম কারণ ছিল মেঘ। বড়দিনের আকাশ পরিষ্কার হতেই ঠান্ডার কামড় বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। অন্যান্য বছর পচিশে ডিসেম্বরের পর তাপমাত্রা বারোর আশপাশেই থাকে। এবার অনেক দেরিতে এসেও, সেই তাপমাত্রা ছুঁতে পেরেছে শীত। আকাশ মেঘমুক্ত থাকলে শীতের আমেজ থাকবে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।সেক্ষেত্রে দেরিতে এলেও শীত উপভোগ করতে পারবেন বাংলার মানুষ।

আজ মরশুমের শীতলতম দিন

ওয়েব ডেস্ক: মেঘ সরতেই শীতের জানান দিচ্ছে উত্তুরে হাওয়া। আজ মরশুমের শীতলতম দিন। আজকের তাপমাত্রা বারো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পচিশে ডিসেম্বরের আগে পর্যন্ত শীত না পড়ার অন্যতম কারণ ছিল মেঘ। বড়দিনের আকাশ পরিষ্কার হতেই ঠান্ডার কামড় বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। অন্যান্য বছর পচিশে ডিসেম্বরের পর তাপমাত্রা বারোর আশপাশেই থাকে। এবার অনেক দেরিতে এসেও, সেই তাপমাত্রা ছুঁতে পেরেছে শীত। আকাশ মেঘমুক্ত থাকলে শীতের আমেজ থাকবে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।সেক্ষেত্রে দেরিতে এলেও শীত উপভোগ করতে পারবেন বাংলার মানুষ।

Read More