Home> কলকাতা
Advertisement

সঙ্গীতমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী, আগামী দুমাসে রাজ্যে ৬৩০টি মেলা: Mamata

মহাসঙ্গীত সম্মান পেলেন অসীমা মুখোপাধ্যায়। 

সঙ্গীতমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী, আগামী দুমাসে রাজ্যে ৬৩০টি মেলা: Mamata

নিজস্ব প্রতিবেদন:  কোভিড (Covid-19) পরিস্থিতিতে শিল্পীদের পাশে রাজ্য সরকার। সঙ্গীতমেলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা, 'জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ৬৩০টি মেলার আয়োজন করবে রাজ্য সরকার। এরফলে শিল্পীরা আর্থিকভাবে উপকৃত হবেন।' ভোটের মুখে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা,  'সম্প্রীতির সবচেয়ে বড় জায়গা সঙ্গীত। মানবজীবনে কোনও বিভেদ নেই। সঙ্গীত মঞ্চ বিভাজনে বিশ্বাস করে না।  দয়া করে এই পরিবারকে ভাঙতে দেবেন না। সবাই মিলে রুখে দাঁড়ান। বাংলা-কে গুজরাট হতে দেব না।'

fallbacks

প্রতিবছর যেমন হয়, এবারও তার ব্যতিক্রম হল না। করোনা আবহে বুধবার সঙ্গীতমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৮  দিন ধরে মোহরকুঞ্জের মুক্তমঞ্চ-সহ শহরের একাধিক জায়গায় চলবে এই মেলা। মেলায় অংশ নেবেন পাঁচ হাজার শিল্পী। এদিন সঙ্গীত মেলার উদ্বোধনী মঞ্চে রাজ্য সরকারের তরফে কৃতী শিল্পীদের সঙ্গীত সম্মান ও সঙ্গীত মহাসম্মান পুরষ্কার তুলেন দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মঞ্চে পুরস্কার প্রাপক এক শিল্পীর সঙ্গে নাচতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।  একনজরে দেখা নেওয়া যাক, কারা পেলেন পুরস্কার।

সঙ্গীত সম্মান:
-----------
মিনা মুখোপাধ্যায়  

পল্লব ঘোষ

সুজাতা সরকার 

জয়তী চক্রবর্তী 

ভগীরথ রায় 

সুনীতি রায় 

মণিকমল ছেত্রি
মাওলা 
কান্ত রায়

সৌরভ রায় 

নূর আলম 
সন্ধ্যা হেমব্রম

ইমরান মাহাতো 

নূরজাহান 

সঙ্গীত মহাসম্মান
-------------
অসীমা মুখোপাধ্যায়

উল্লেখ্য, ইংল্যান্ডে (UK) ফের নতুন রূপে ফিরে এসেছে করোনাভাইরাস (Covid-19)। ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নয়া প্রজাতিটিকে (Strain) নিয়ে আতঙ্ক বাড়ছে ভারতেও । বুধবার মধ্যরাত থেকে ব্রিটেনের (UK) উড়ান ভারতে নিষিদ্ধ হয়েছে। কিন্তু এরমধ্যেই ব্রিটেন থেকে অনেকেই চলে এসেছেন ভারতে। বস্তত, দিল্লি (Delhi), চেন্নাই (Chennai) ও কলকাতা (Kolkata) বিমানবন্দরে যাত্রীদের মধ্যে ২০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে  মুখ্যমন্ত্রী বলেন, 'কোভিডের মধ্যেও সুস্থ থাকতে হবে। শারীরিক দূরত্ব রাখতে হবে, মাস্ক পরতে হবে। সচেতন থেকেই সমস্ত কাজ করতে হবে।'

Read More