Home> কলকাতা
Advertisement

বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুতে CID তদন্ত হবে, রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

  রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। তবে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর কী কথা হল, সেবিষয়ে বিশেষ কিছুই বলতে চাননি তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠি তিনি রাষ্ট্রপতিকে দিয়ে এসেছেন।

বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুতে CID তদন্ত হবে, রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:  রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। তবে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর কী কথা হল, সেবিষয়ে বিশেষ কিছুই বলতে চাননি তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠি তিনি রাষ্ট্রপতিকে দিয়ে এসেছেন।

চিঠিতে উল্লেখ রয়েছে, "বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যুর তদন্ত সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে।
আমরা আমাদের এক প্রতিপক্ষকে হারিয়েছি। তাঁর আত্মার শান্তি কামনা করি। তবে এই ঘটনার সঠিক তদন্ত হবে। রাজ্য সেদিকে কড়া নজর রেখেছে।"
 
আরও পড়ুন:
মেধাতালিকায় প্রথম ১০জনে জেলারই ৮৪ জন পরীক্ষার্থী, নেই কলকাতার স্থান

বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর অব্যাহত। বিজেপি এই ঘটনাকে হত্যা বলেই আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ এমনকী দেবেন্দ্রনাথ রায়ের দেহের ময়না তদন্তের খবরও "সাজানো " বলেও দাবি করেছে বিজেপি।  সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলেই জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ডেরেক ও'ব্রায়েন।
fallbacks

Read More