Home> কলকাতা
Advertisement

মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজ ইকো পার্কে বিজয়া সম্মেলনীতে চাঁদের হাট, আমন্ত্রিত পাঁচশো

ইকোপার্কের বিশাল প্রাঙ্গণে কন্টিনেন্টাল-ভারতীয়-চাইনিজ সবরকম খাবারের আয়োজনই থাকছে।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজ ইকো পার্কে বিজয়া সম্মেলনীতে চাঁদের হাট, আমন্ত্রিত পাঁচশো

সুতপা সেন: আজ পয়লা নভেম্বর রাজ্য সরকারের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হবে নিউটাউনের ইকো পার্কে। শুক্রবারের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতি ও বিশিষ্ট জনদের।থাকবেন বিভিন্ন দূতাবাসের অ্যাম্বাসেডর সহ সদস্যরাও।

 

শিল্পপতিদের মধ্যে উপস্থিত থাকবেন সস্ত্রীক সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, মায়াঙ্ক জালান, সঞ্জয় বুধিয়াসহ প্রায় একশো জন শিল্পপতি। এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট চিকিৎসকরাও উপস্থিত থাকবেন বিজয়া সম্মেলনীতে। মুখ্যমন্ত্রীর ডাকা যে কোনও অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয় শিল্পী ও সিনেমা জগতের বিশিষ্টদের। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, দেব, কোয়েল, জুন মালিয়াদের। রাজ্য মন্ত্রিসভার সদস্য ও আধিকারিকরাও উপস্থিত থাকবেন আজকের এই অনুষ্ঠানে।

আরও পড়ুন - ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমনে রফিকণ্ঠী ইজাজের সঙ্গে খোশমেজাজে রাজ্যপাল

ইকোপার্কের বিশাল প্রাঙ্গণে কন্টিনেন্টাল-ভারতীয়-চাইনিজ সবরকম খাবারের আয়োজনই থাকছে। আর বিজয়া মানেই মিস্টি। স্বাভাবিকভাবেই থাকবে নামী দোকানের মিস্টি ও আইসক্রিম।

Read More