Home> কলকাতা
Advertisement

সারদাকাণ্ডে রজত মজুমদার সহ ৫ অভিযুক্তকেজেলে গিয়ে জেরা করার আবেদন সিবিআইয়ের

সারদাকাণ্ডে রজত মজুমদার সহ ৫ অভিযুক্তকেজেলে গিয়ে জেরা করার আবেদন সিবিআইয়ের

রজত মজুমদার সহ পাঁচ অভিযুক্তকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই। আজ আলিপুর আদালতে এই আবেদন করে সিবিআই। ১৫ই জানুয়ারি থেকে ২২ জানুয়ারির মধ্যে জেরার আবেদন মঞ্জুর করেছে আদালত। মুকুল রায়কে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য রজত মজুমদারকে জেরা করে যাচাই করতে চায় সিবিআই।

চাকরি থেকে অবসর নেওয়ার আগেই মুকুল রায়ের সঙ্গে পুলিসকর্তা রজত মজুমদারের ঘনিষ্ঠতা। আইপিএস মহলে কানপাতলেই শোনা যেত সেই সম্পর্কের কথা। অবসর নেওয়ার পর তৃণমূলে যোগ দেন রজত মজুমদার। মুকুল-রজত যোগাযোগটা আরও গাঢ় হয়। সারদা-সঙ্কটে তাই সুদীপ্ত সেনের কর্মীদের মধ্যে রজত মজুমদারকেই ভরসা করে নিজাম প্যালেসের বৈঠকে রেখেছিলেন মুকুল রায়। সেই রজত গ্রেফতারের পর ভরা আদালতে অভিযোগ করেন, সিবিআই নাকি জোর করে তার মুখ দিয়ে বলাতে চাইছে মমতা আর মুকুলের নাম। নিজের বলে ফেলা কথা ঢাকতেই কি এসব সাফাই? প্রশ্ন উঠেছিল সেদিনই।

Read More