Home> কলকাতা
Advertisement

গোয়েন্দা প্রধানের খোঁজে এবার ভবানী ভবনে সিবিআই দল

রাজীব কুমারকে খুঁজতে শনিবার দুপুরে ভবানী ভবনে পৌঁছয় ৬ জনের এই গোয়েন্দা দলটি।

গোয়েন্দা প্রধানের খোঁজে এবার ভবানী ভবনে সিবিআই দল
Updated: Sep 21, 2019, 01:56 PM IST

নিজস্ব প্রতিবেদন: রাজীব কুমারের খোঁজে চলছে জোরদার তল্লাশি। শহরতলীর পাশাপাশি ভিন রাজ্যেও চলছে খোঁজ। এবার রাজীব কুমারকে নাগালে পেতে খাস ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই-এর একটি দল। শনিবার দুপুরে সেখানে পৌঁছয় ৬ জনের এই গোয়েন্দা দলটি। তদন্তকারীরা রিসেপশনে জিজ্ঞেস করেন এডিজি সিআইডি কোথায়? তবে সেখানে জবাব না মেলায় কাউকে তোয়াক্কা না করেই সটান তিন তলায় সিআইডির সদর দফতরে উঠে যান তাঁরা। 

রাজীব কুমারের খোঁজে দিল্লি থেকে সম্প্রতি  শহরে এসেছে ৬ জনের এই বিশেষ গোয়েন্দা টিম। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সোজা পৌঁছে যায় ভবানী ভবনে। রিসেপশনে কর্মরত রাজ্যপুলিসের কনস্টেবলের কাছে রাজীব কুমারের বিষয়ে জানতে চান তদন্তকারীরা। ওই কনস্টেবল বলেন তিনি এ বিষয়ে কিছু জানেন না। এরপর ফের গোয়েন্দাদের প্রশ্ন, কোন ফ্লোরে সিআইডির দফতর? এরপর ভিাইপি লিফটে চেপে সিআইডির দফতরে সোজা পৌঁছে যায় ওই টিম।

আরও পড়ুন: রাজীব কুমারকে হত্যাও করা হতে পারে, আশঙ্কা সোমেন মিত্রের

ভবানী ভবনে উপস্থিত রাজ্যপুলিসের আধিকারিকরা জানাচ্ছেন, ওই দলকে আটকাতে গেলেও কোনও বাধা মানেননি তাঁরা। তবে সিবিআই টিম ভবানী ভবনে পৌঁছনোর পরই তৎপর হয় রাজ্যপুলিস। বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে ভবানী ভবনের গেটে।