Home> কলকাতা
Advertisement

চিটফান্ড তদন্তের রূপরেখা নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে শহরে নাগেশ্বর রাও

চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে থাকা মাথাদের ধরতে আজকের বৈঠকে রণনীতি তৈরি হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।

চিটফান্ড তদন্তের রূপরেখা নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে শহরে নাগেশ্বর রাও

নিজস্ব প্রতিবেদন : আজ শহরে আসছেন সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তা নাগেশ্বর রাও। নিজাম প্যালেসে সিবিআই-এর অফিসে আসছেন তিনি। সূত্রে খবর, বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিয়ে খোঁজ খবর নিতেই রাজ্যে আসছেন নাগেশ্বর রাও।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বাংলায় যেসব গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার সিবিআই-এর হাতে রয়েছে, সেগুলির অগ্রগতি নিয়ে জানতে বৈঠক করবেন জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের সঙ্গে। চিটফান্ড দুর্নীতি ও নারদা কেলেঙ্কারি তদন্ত গুরুত্ব পাবে এই বৈঠকে। নারদা মামলা সহ বিভিন্ন চিটফান্ডের আর্থিক কেলেঙ্কারির তদন্তের দায়িত্বে যেসব সুপারভাইজিং অফিসাররা রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলবেন নাগেশ্বর রাও।

আরও পড়ুন, কর্মবিরতির জেরে রোগী মৃত্যু হলে দায় কে নেবে? প্রশ্ন ছুঁড়লেন অভিষেক

কতদূর তদন্ত হয়েছে? এবার কোন পথে এগোবে তদন্ত? চিটফান্ড মামলাগুলির পরবর্তী তদন্তের রূপরেখা ঠিক হবে আজকের বৈঠকে। চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে থাকা মাথাদের ধরতে আজকের বৈঠকে রণনীতি তৈরি হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। সেই প্রসঙ্গেই বৈঠকে উঠতে পারে সারদা মামলায় রাজীব কুমার সংক্রান্ত বিষয়ও।

Read More