Home> কলকাতা
Advertisement

WB Budget 2021:স্ট্যাম্প ডিউটিতে বিশেষ ছাড়ের প্রস্তাব, খরচ কমছে দলিল রেজিস্টেশনেও

বিধানসভায় বাজটে পেশ করলেন পার্থ চট্টোপাধ্যায়।

WB Budget 2021:স্ট্যাম্প ডিউটিতে বিশেষ ছাড়ের প্রস্তাব, খরচ কমছে দলিল রেজিস্টেশনেও

নিজস্ব প্রতিবেদন: একুশের নির্বাচনে বিপুল জয়। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। বিধানসভায় চলতি আর্থিক বছরের বাজেট পেশ করল সরকার। ঘোষণা করা হল চারটি নতুন প্রকল্প। কোভিড পরিস্থিতিতে জমি-বাড়ির কেনাবেচার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের প্রস্তাব দিল রাজ্য। ১০ শতাংশ খরচ কমছে দলিল রেজিস্ট্রেশনেও। 

এবারের বাজেটে আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্রেফ রোড ট্যাক্স ও অতিরিক্ত কর মকুবই নয়, কোভিড পরিস্থিতিতে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় ও দলিল রেজিস্ট্রেশনের খরচ ১০ শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্রের অনুপস্থিতিতে এদিন বিধানসভায় বাজেট পেশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নতুন আর কোনও প্রকল্প চালু হল? কোন খাতেইবা বরাদ্দ বাড়ল?

একনজরে রাজ্য বাজেট:
------
বাজেটে নতুন চারটি প্রকল্প চালুর প্রস্তাব।
নতুন কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জোর।
বরাদ্দ বাড়ল দুয়ারে রেশন প্রকল্পে।
বিভিন্ন সামাজিক প্রকল্পেও খরচ বাড়ানোর প্রস্তাব।
মহিলা ও শিশু কল্যাণ খাতে লক্ষ্মীভাণ্ডার খাতে ব্যয় বৃদ্ধি।  দ্রুত এই প্রকল্প চালু হবে।
জিডিপিতে ১.১২ শতাংশ বৃদ্ধি।
মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা বাজেটে। 

আরও পড়ুন: দিলীপ-শুভেন্দুর সঙ্গে মতানৈক্য! যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন Saumitra

এদিন বাজেটে পেশের পর সাংবাদিক সম্মেলনে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেন, আগস্ট-সেপ্টেম্বরে আসছে দুয়ারে সরকার।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More