Home> কলকাতা
Advertisement

আরও ১ লিটার বেশি অক্সিজেন দেওয়া হচ্ছে Buddhadeb-কে

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিত্‍সকরা।

আরও ১ লিটার বেশি অক্সিজেন দেওয়া হচ্ছে Buddhadeb-কে

নিজস্ব প্রতিবেদন:  তন্দ্রাচ্ছন্নভাব আর নেই। কথাবার্তা বলতে পারছেন, খাওয়া-দাওয়া নিয়েও কোনও সমস্যা নেই। তবে, বাইপাপ সাপোর্টে আরও ১ লিটার বেশি অক্সিজেন দিতে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya)। সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিত্‍সকরা। খবর হাসপাতালে সূত্রে।

মঙ্গলবার বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya)। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে ৬ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড। কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? সকালে মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানাল, তন্দ্রাচ্ছন্নভাবে ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এখন অনেকটাই ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রক্তচাপ নিয়ন্ত্রণে। ওষুধপত্র আগে যেমন চলছিল, তেমনি চলছে। তবে, অক্সিজেনের চাহিদা বেড়েছে। আগে যেখানে বাইপাপে সাপোর্টে ৩ লিটার অক্সিজেন লাগছিল বুদ্ধদেব ভট্টাচার্যের, সেখানে এখন ৪ লিটার অক্সিজেন দিতে হচ্ছে।

আরও পড়ুন: গভীর নিম্নচাপে পরিণত YAAS, ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস

এদিকে বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার পর প্যানিক অ্যাটাক হয় তাঁর স্ত্রী মীরার। করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার পর ফের হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। অক্সিজেন স্যাচুরেশন ৯৯ শতাংশ। পরিমিত ঘুমিয়েছেনও।

আরও পড়ুন: ইয়াসের প্রভাব পড়েনি কলকাতায়, আজই নারদ মামলার শুনানি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে

Read More