Home> কলকাতা
Advertisement

'সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না', আক্ষেপ Buddhadeb-র

মন চাইলেও শরীর সায় দিচ্ছে না বুদ্ধদেব ভট্টাচার্যের। 

'সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না', আক্ষেপ Buddhadeb-র

নিজস্ব প্রতিবেদন: গতবার অক্সিজেনের নল লাগিয়ে ক্ষণিকের জন্য পৌঁছে গিয়েছিলেন ব্রিগেডে। তবে এবার চিকিৎসকদের বারণ শুনতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আর তাই মন ভারাক্রান্ত। সেই অব্যক্ত যাতনা ফুটে উঠল বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) লিখিত বিবৃতিতে। অশক্ত শরীরে তাঁর বার্তা,'সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না।'           

বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) দেখতে আকুল বাম-জনতা। একটিবার তিনি ব্রিগেডে আসলেই তৈরি হবে শব্দব্রহ্ম। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেও প্রবলভাবে আসতে চেয়েছিলেন। শুনতে চেয়েছিলেন কমরেডদের কলতান। চিকিৎসকরা অনুমতি দেননি। মন চাইলেও শরীর সায় দিচ্ছে না। ব্রিগেড প্রস্তুতির সমস্ত খবর রাখছেন। তবে না যেতে পারায় যন্ত্রণাক্লিষ্ট বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ব্রিগেডে সমাবেশের আগের দিন তাঁর লিখিত বার্তা,'ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দি যা কোনওদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।'

শারীরিক অসুস্থতা সত্ত্বেও ২০১৯ সালে ৩ ফেব্রুয়ারির ব্রিগেডে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মঞ্চে ওঠেননি। সাদা অ্যাম্বাসাডরেই খানিকক্ষণ বসেছিলেন। ফলে, কয়েক দশক পরে এই ব্রিগেডে সশরীরে থাকা হবে না প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে সশরীরে না থাকলেও তিনি আছেন। সিপিএমের এক নেতার কথায়,'বুদ্ধবাবু না থেকেও থাকবেন। থাকবেন বেকারদের চাকরির দাবিতে। থাকবেন শিল্পের দাবিতে।'

আরও পড়ুন- WB Assembly Election 2021 : বড় খবর! ১৩০ আসনের সম্ভাব্য প্রার্থী কে কে, নাম প্রস্তাব রাজ্য BJP-র

 

Read More