Home> কলকাতা
Advertisement

টিটাগড়ে চটকলে উত্পাদন বন্ধ, প্রতিবাদে পথ অবরোধ শ্রমিকদের

টিটাগড়ে চটকলে উত্পাদন বন্ধ, প্রতিবাদে পথ অবরোধ শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদন: শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ জুটমিল। আর তার জেরে বিক্ষোভ নেমে এল রাস্তায়। সকালে অফিসের উদ্দেশে বেরিয়ে নাকাল হলেন সাধারণ মানুষ। তবে পুলিশের তত্পরতায় দ্রুত অবরোধ উঠলে পরিস্থিতি স্বাভাববিক হয়। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ঘটনা। 

এদিন সকালে উত্পাদন বন্ধের নোটিশ ঝোলায় চটকল কর্তৃপক্ষ। সকালে কাজে পৌঁছে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানার ফটকের সামনে শুরু হয় বিটি রোড অবরোধ। বন্ধ হয়ে যায় যানচলাচল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তলব করা হয় র্যাফকে। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভরত শ্রমিকরা।

আরও পড়ুন - ১০ নভেম্বর বিজেপির মঞ্চে আত্মপ্রকাশ মুকুলের 

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বকেয়া রেখে মালিকপক্ষ। বকেয়া বেতন চাইতেই শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে ঝোলানো হয়েছে উত্পাদন বন্ধের নোটিস। 

Read More