Home> কলকাতা
Advertisement

Dumdum Airport: বিমানের ই়ঞ্জিনে পাখির ধাক্কা! ফের বিপত্তি কলকাতা বিমানবন্দরে

দ্রুত পরিস্থিতি সামলে নেন পাইলট। নিরাপদে বিমানটি অবতরণ করে দমদমে।    

   Dumdum Airport: বিমানের ই়ঞ্জিনে পাখির ধাক্কা! ফের বিপত্তি কলকাতা বিমানবন্দরে

সৌমেন ভট্টাচার্য: ব্যবধান সপ্তাহ দুয়েকের। বিমানের ইঞ্জিনের এবার ধাক্কা লাগল পাখির! বিমানটিকে অবশ্য় নিরাপদে অবতরণ করিয়েছেন পাইলট। ফের বিপত্তি কলকাতা বিমানবন্দরে।

ঘটনাটি ঠিক কী? এদিন মুম্বই থেকে ৭৫ জন যাত্রী নিয়ে বেসরকারি সংস্থার ওই বিমান এসে পৌঁছয় কলকাতায়। বিমানটি যখন দমদম বিমানবন্দরে অবতরণ করছিল, তখন ডানদিকে ইঞ্জিনে সঙ্গে ধাক্কা লাগে একটি পাখির। দ্রুত পরিস্থিতি সামলে নেন পাইলট। নিরাপদে বিমান অবতরণ করে দমদমে।  

আরও পড়ুন: Kolkata High Court: শিক্ষক-শিক্ষিকার ঘনিষ্ঠ সম্পর্কে বন্ধ পড়াশোনা, কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের

এর আগে, কলকাতা বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার ঠিক আগের মুহূর্তের বিমানের ট্যাক্সিওয়েতে। দীর্ঘক্ষণ পর ফলো গাড়ি করে গর্ত থেকে তোলা হয় বিমানটিকে। গন্তব্য়ের উদ্দেশ্য রওনা দিতে সময় লাগল প্রায় এক ঘণ্টা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More