Home> কলকাতা
Advertisement

বামেদের ধর্মঘটে কর্মব্যস্ত কলকাতা, স্বাভাবিক জনজীবন

সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্ত কলকাতা। হাওড়া-শিয়ালদহে লোক চলাচল অন্য কাজের দিনের মতোই। বিমানবন্দরেও পরিবহণ সচল। যাত্রীরা অসুবিধায় পড়েননি। উল্টোডাঙা, ভিআইপি রোড থেকে লেকটাউন। সব জায়গাতেই দোকান বাজার খুলেছে। কাজে বেরিয়েছেন যাঁরা তাঁদের বাস বা ট্যাক্সি পেতে কোনও অসুবিধা হয়নি। মেট্রো চলাচল যথারীতি হচ্ছে ঘড়ি ধরে।

বামেদের ধর্মঘটে কর্মব্যস্ত কলকাতা, স্বাভাবিক জনজীবন

ওয়েব ডেস্ক: সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্ত কলকাতা। হাওড়া-শিয়ালদহে লোক চলাচল অন্য কাজের দিনের মতোই। বিমানবন্দরেও পরিবহণ সচল। যাত্রীরা অসুবিধায় পড়েননি। উল্টোডাঙা, ভিআইপি রোড থেকে লেকটাউন। সব জায়গাতেই দোকান বাজার খুলেছে। কাজে বেরিয়েছেন যাঁরা তাঁদের বাস বা ট্যাক্সি পেতে কোনও অসুবিধা হয়নি। মেট্রো চলাচল যথারীতি হচ্ছে ঘড়ি ধরে।

আরও পড়ুন- বনধ সফল করতে কী করছে বামেরা

এদিকে, বন্‍‍ধের দিন তথ্যপ্রযুক্তি শিল্পে হাজিরায় ভাটা নেই। সল্টলেক সেক্টর ফাইভের কর্পোরেট অফিসগুলি খোলা রয়েছে। অনুসারী শিল্পগুলি অর্থাত্‍ দোকানপাট খুলেছে। প্রায় সবকটি অফিসেই প্রথম শিফটে হাজিরা স্বাভাবিক। সেক্টর ফাইভে পরিবহণও সচল। তথ্যপ্রযুক্তি কর্মীরা জানিয়েছে, অফিসে পৌছতে কোনও অসুবিধা হয়নি তাঁদের।

আরও পড়ুন- ফের উড়ালপুল বিপর্যয়, পোস্তার স্মৃতি উসকে দিল মগরার ঘটনা

অন্যদিকে, মহিলা বাম কর্মীদের ওপর হাত তুলেছেন পুরুষ পুলিস কর্মীরা। এই অভিযোগ তুলে লেকটাউন থানা অবরোধ করল সিপিএম। আজ সকালে লেকটাউনে যশোর রোড অবরোধ করেন বন্‍ধ সমর্থকরা। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বেঁধে যায়।

 

Read More