Home> কলকাতা
Advertisement

উত্তরাখণ্ডে দুর্ঘটনার শিকার বাঙালিদের জন্য Modi-র কাছে আর্থিক সাহায্য চাইলেন Babul

বুধবার উত্তরাখণ্ডের বাগেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে পর্যটকবাহী একটি গাড়ি। পর্যটকরা সকলেই এ রাজ্যের।

উত্তরাখণ্ডে দুর্ঘটনার শিকার বাঙালিদের জন্য Modi-র কাছে আর্থিক সাহায্য চাইলেন Babul

নিজস্ব প্রতিবেদন: উত্তরাখণ্ডে দুর্ঘটনায় মৃত বাংলার ৫ পর্যটকের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতার দাবি করলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। 

বুধবার উত্তরাখণ্ডের বাগেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে পর্যটকবাহী একটি গাড়ি। পর্যটকরা সকলেই এ রাজ্যের। তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৭। ওই দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিপূরণ চাইলেন বাবুল (Babul Supriyo)। টুইটারে তিনি লিখেছেন,''গতকাল উত্তরাখণ্ডে আহত হয়েছেন বাংলার ১৫ জন পর্যটক। আর মৃত ৫ জন আমার শহরের। এই দুর্ভাগ্যজনক ঘটনায় মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহযোহিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি।'' 

জম্মু-কাশ্মীরে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথাও উল্লেখ করেছেন বাবুল। তিনি লিখেছেন,''জম্মু-কাশ্মীরে ৮ জন প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের অনেক দুর্ঘটনায় উনি আহত ও মৃতদের প্রতি সদয় হয়েছেন।''         

দিন কয়েক আগে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবুল (Babul Supriyo)। তার আগে তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। গোয়ায় তাঁকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে নেতৃত্ব। বিজেপিতে তাঁকে বঞ্চিত করা হয়েছিল বলেও দিল্লি থেকে ফিরে বুঝিয়ে দিয়েছিলেন। বাবুল বলেছিলেন,''গত সাত বছরের দিল্লিযাত্রায় আমার মনে হয়েছে বাঙালিদের উপরে ভরসা করছেন না প্রধানমন্ত্রী। পূর্ণমন্ত্রী তো ছেড়েই দিন বাংলা থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও করা হয়নি।''

আরও পড়ুন- বাঙালিদের ভরসা করেন না PM Modi, সাত বছর প্রতিমন্ত্রী থাকার পর উপলব্ধি Babul-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

Read More