Home> কলকাতা
Advertisement

পরীক্ষা বাতিলের আনন্দেই কি ১ ঘণ্টায় ১৪,১২৪ মিষ্টি অর্ডার দ্বাদশের পড়ুয়াদের? মিষ্টি রসিকতা জোম্যাটোর

যদিও কেন তাদের হঠাত্‍ এমন মনে হল তা খোলসা করেনি সংস্থাটি।

পরীক্ষা বাতিলের আনন্দেই কি ১ ঘণ্টায় ১৪,১২৪ মিষ্টি অর্ডার দ্বাদশের পড়ুয়াদের? মিষ্টি রসিকতা জোম্যাটোর

নিজস্ব প্রতিবেদন: পুজো নেই, রাখি নেই, ভাইফোঁটা নেই, তবুও অনলাইনে মিষ্টির অর্ডার কেন? 

যে কোনও সংস্থারই তো ব্যবসা বাড়লে আনন্দ হওয়ার কথা। মিষ্টির অর্ডার পেয়ে সংশ্লিষ্ট সংস্থারও ভাল লাগারই কথা। কিন্তু ভাল লাগার পাশাপাশি কৌতূহল থাকতে তো দোষ নেই! সেই কৌতূহলবশেই অ্যাপ-নির্ভর খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো এক মিষ্টি রসিকতা করল।

আরও পড়ুন: রাজ্যের DGP নিয়োগ নিয়ে সরব রাজ্যপাল, রিপোর্ট তলব Jagdeep Dhankhar-এর

ঘণ্টাখানেকের মধ্যেই অনলাইনে ১৪ হাজারের বেশি মিষ্টির অর্ডার পেল জোম্যাটো। বুধবার টুইটারে এমনই দাবি ওই সংস্থার। জোম্যাটো জানিয়েছে, বুধবার মাত্র ১ ঘণ্টার মধ্যে মিষ্টি ডেলিভারির মোট ১৪ হাজার ১২৪টি অর্ডার পেয়েছে তারা! এর পরই টুইটারে সংস্থাটির সরস দাবি-- মনে হচ্ছে সব অর্ডারগুলিই সিবিএসই-র (CBSE) পিছনের বেঞ্চের পড়ুয়ারা করেছেন!

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">assuming that 14124 sweets ordered in the last hour are from class 12th back-benchers</p>&mdash; zomato (@zomato) <a href="https://twitter.com/zomato/status/1399743017305604098?ref_src=twsrc%5Etfw">June 1, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মন্দ রসিকতা নয় হয়তো। করোনা-আবহে চলতি বছরের সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল। অতিমারীর আবহে মঙ্গলবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাতিল হয়েছে আইসিএসসি পরীক্ষাও।পরীক্ষার চাপ আর রইল না। সেই খুশিতে মিষ্টি বিলির হিড়িক পড়তেই পারে। তবে জোম্যাটোর (Zomato) দাবি, পরীক্ষা বাতিলে সব চেয়ে খুশি দ্বাদশের 'লাস্টবয়'রাই। যদিও কেন তাদের হঠাত্‍ এমন মনে হল তা খোলসা করেনি সংস্থাটি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Live: ৫টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ: Mamata

Read More