Home> কলকাতা
Advertisement

Jorasanko: বিধিনিষেধ না মেনে বেপরোয়া গতি! কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে পিষে দিল ট্রাক

রাতের শহরে মর্মান্তিক দুর্ঘটনা।

Jorasanko: বিধিনিষেধ না মেনে বেপরোয়া গতি! কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে পিষে দিল ট্রাক

নিজস্ব প্রতিবেদন: রাতের শহরে বেপরোয়া গতির বলি। কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে (Traffic Constable) পিষে দিল ট্রাক। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিস। চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনা ঘটল উত্তর কলকাতার জোড়াসাঁকোয় (Jorasanko)।

জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ নাসির। জোড়াবাগান ট্রাফিক গার্ডে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। রাতে জোড়াসাঁকো থানার অন্তর্গত এমজি রোড ও সেন্ট্রাল এভিনিউ ক্রসিং-এ ডিউটি করছিলেন। ঘড়িতে তখন প্রায় দশটা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেন্ট্রাল এভিনিউ দিয়ে শ্যামবাজারের দিকে যাচ্ছিল এক ট্রাক। সেই ট্রাকটিকেই থামাতে গিয়েছিলেন ওই ট্রাফিক কনস্টেবল। কিন্তু থামা তো দূর অস্ত, উল্টে গতি বাড়িয়ে তাঁকে পিষে দিয়ে চলে যান ট্রাকের চালক। ঘটনাস্থলেই মারা যান নাসির। এরপর মাঝ রাস্তায় ট্রাক ফেলে পালান চালক।

fallbacks

আরও পড়ুন: Tala Bridge: নববর্ষে বড় চমক! খুলতে পারে কলকাতার অন্যতম 'লাইফলাইন' টালা ব্রিজ

রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকে কলকাতায়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা স্পিড ব্রেকার ও গার্ডরেল বসিয়ে দেয় পুলিস। প্রত্যক্ষদর্শীদের দাবি, মজি রোড ও সেন্ট্রাল এভিনিউ ক্রসিং-র কাছে গতি বাড়িয়ে গার্ডরেল টপকে যাওয়ার চেষ্টা করছিলেন ট্রাকের চালক। সেকারণেই ট্রাকটি থামাতে গিয়েছিলেন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মহম্মদ নাসির। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More