Home> কলকাতা
Advertisement

২১ হাজার ভোটে জিতে রেকর্ড আমিরুদ্দিন ববির

এবারের পুরভোটে সবচেয়ে বেশি ভোটে জেতার রেকর্ড করলেন তৃণমূল প্রার্থী আমিরুদ্দিন ববি। ৫৪ নং ওয়ার্ড থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২১ হাজার ছশোর ও বেশি ভোটে হারালেন তিনি। তবে সবথেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন ছেষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। জয়ের ব্যবধান ৩১,২৫০। আর মাত্র ৩ ভোটে হেরে গেলেন ১০০ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী মীরা ঘোষ। একেই বোধ হয় বলে ভোট ভাগ্য!

২১ হাজার ভোটে জিতে রেকর্ড আমিরুদ্দিন ববির

ওয়েব ডেস্ক: এবারের পুরভোটে সবচেয়ে বেশি ভোটে জেতার রেকর্ড করলেন তৃণমূল প্রার্থী আমিরুদ্দিন ববি। ৫৪ নং ওয়ার্ড থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২১ হাজার ছশোর ও বেশি ভোটে হারালেন তিনি। তবে সবথেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন ছেষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। জয়ের ব্যবধান ৩১,২৫০। আর মাত্র ৩ ভোটে হেরে গেলেন ১০০ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী মীরা ঘোষ। একেই বোধ হয় বলে ভোট ভাগ্য!

শেষ মুহূর্তে দল বদল করে ৮৮ নম্বর ওয়ার্ডটি নিজের দখলে রাখলেন মালা রায়। প্রত্যাশামতো জিতলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। জিতেছেন মেয়র পারিষদ অতীন ঘোষ, স্বপন সমাদ্দার, দেবাশিস কুমার।

 

Read More