Home> কলকাতা
Advertisement

গাড়িতে ভুলে যাওয়া ব্যাগ মালিককে ফেরাল ট্যাক্সি চালক

ট্যাক্সি ইউনিয়নের তত্‍পরতায় ফেলে আসা ব্যাগ ফিরে পেলেন এক সেনা অফিসার। লেফটেন্যান্ট সৌম্যকান্ত। গয়াতে কর্মরত সেনাকর্তার বাড়ি মণিপুরে। একুশ দিনের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। ঠিক ছিল দুন এক্সপ্রেসে করে হাওড়া পৌছবেন। সেখান থেকে এয়ারপোর্ট। ট্রেন চার ঘণ্টা লেট থাকায় ব্যান্ডেলে নেমে যান সৌম্যকান্ত। একটি অ্যাম্বাসাডর ভাড়া করে দমদম এয়ারপোর্ট পৌছন তিনি। ততক্ষণে ফ্লাইট ছেড়ে গিয়েছে। তাড়াহুড়োয় অ্যাম্বাসাডর থেকে নিজের ব্যাগ নামাতে ভুলে যান সৌম্যকান্ত। কিছুক্ষণের মধ্যেই খেয়াল পড়ে। আরেকটি ট্যাক্সি ভাড়া করে অ্যাম্বাসাডরের সন্ধানে বেরিয়ে পড়েন তিনি। কিন্তু ততক্ষণে নাগালের বাইরে চলে গিয়েছে অ্যাম্বাসাডর। স্থানীয় পুলিসকে বিষয়টি জানাতেই, তাঁরা ট্যাক্সি ইউনিয়নে কথা বলার পরামর্শ দেন। খোঁজখবর করে ট্যাক্সি চিহ্নিত করে ইউনিয়ন। কিছুক্ষণের মধ্যেই ব্যাগ নিয়ে ফিরে আসে অ্যাম্বাসাডর। জরুরি কাগজপত্র, মেডেল ফিরে পেয়ে খুশি সৌম্যকান্ত। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্যাক্সিচালক ও ইউনিয়নের প্রতি। 

গাড়িতে ভুলে যাওয়া ব্যাগ মালিককে ফেরাল ট্যাক্সি চালক

ওয়েব ডেস্ক: ট্যাক্সি ইউনিয়নের তত্‍পরতায় ফেলে আসা ব্যাগ ফিরে পেলেন এক সেনা অফিসার। লেফটেন্যান্ট সৌম্যকান্ত। গয়াতে কর্মরত সেনাকর্তার বাড়ি মণিপুরে। একুশ দিনের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। ঠিক ছিল দুন এক্সপ্রেসে করে হাওড়া পৌছবেন। সেখান থেকে এয়ারপোর্ট। ট্রেন চার ঘণ্টা লেট থাকায় ব্যান্ডেলে নেমে যান সৌম্যকান্ত। একটি অ্যাম্বাসাডর ভাড়া করে দমদম এয়ারপোর্ট পৌছন তিনি। ততক্ষণে ফ্লাইট ছেড়ে গিয়েছে। তাড়াহুড়োয় অ্যাম্বাসাডর থেকে নিজের ব্যাগ নামাতে ভুলে যান সৌম্যকান্ত। কিছুক্ষণের মধ্যেই খেয়াল পড়ে। আরেকটি ট্যাক্সি ভাড়া করে অ্যাম্বাসাডরের সন্ধানে বেরিয়ে পড়েন তিনি। কিন্তু ততক্ষণে নাগালের বাইরে চলে গিয়েছে অ্যাম্বাসাডর। স্থানীয় পুলিসকে বিষয়টি জানাতেই, তাঁরা ট্যাক্সি ইউনিয়নে কথা বলার পরামর্শ দেন। খোঁজখবর করে ট্যাক্সি চিহ্নিত করে ইউনিয়ন। কিছুক্ষণের মধ্যেই ব্যাগ নিয়ে ফিরে আসে অ্যাম্বাসাডর। জরুরি কাগজপত্র, মেডেল ফিরে পেয়ে খুশি সৌম্যকান্ত। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্যাক্সিচালক ও ইউনিয়নের প্রতি। 

 

Read More