Home> কলকাতা
Advertisement

Dilip: যে প্যাকেট দুধ খায় সে বুঝবে কীভাবে! 'গরুর দুধে সোনা'য় অনড় BJP-র রাজ্য সভাপতি

শত কটাক্ষ-সমালোচনা ধেয়ে আসলেও নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না, বুঝিয়ে দিলেন দিলীপ (Dilip Ghosh)।

Dilip: যে প্যাকেট দুধ খায় সে বুঝবে কীভাবে! 'গরুর দুধে সোনা'য় অনড় BJP-র রাজ্য সভাপতি

নিজস্ব প্রতিবেদন: গরুর দুধে সোনা পাওয়া যায় বলে দাবি করেছিলেন। বিতর্কের পরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং 'গোমাতা'র কাছে গিয়ে ক্ষমাও চেয়েছিলেন। শুক্রবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) বুঝিয়ে দিলেন, শত কটাক্ষ-সমালোচনা ধেয়ে আসলেও নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না।  

শুক্রবার হেস্টিংসের বিজেপির দফতরে কিষান মোর্চার অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি (West Bengal BJP President) বলেন,'কলকাতা ও আশপাশের জেলায় গো-পালন হয় না। প্যাকেটের দুধটা দুধই নয়। আমি বলেছিলাম গোরুর দুধে সোনা পাওয়া যায়। তাতে সোনার ছেলেরা ক্ষেপে গিয়েছিল। যে কোনওদিন দুধ খায়নি সে বুঝবে কীভাবে! তাঁদের কষ্টটা আলাদা। বাঙালি এখন দুধ-চা হজম করতে পারে না। এত দুরাবস্থা!' 

এনিয়ে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কটাক্ষ,'দিলীপদা সেই গরুটাকে আমাদের কাছে এনে দিন। গবেষণা হতে পারে।'  

বলে রাখি, ২০১৯ সালে ৫ নভেম্বর দিলীপ ঘোষ (Dilip Ghosh) বর্ধমানে গাভীকল্যাণ সমিতির সভায় বলেছিলেন,'গরুর দুধে সোনার ভাগ থাকায় হলুদ রং হয়। দেশি গরুর কুঁজে থাকে স্বর্ণনাড়ি।'

আরও পড়ুন- Yogi-কে ভোটে হারানোর চ্যালেঞ্জ করা প্রাক্তন IPS-কে পাঁজাকোলে করে গাড়িতে তুলল পুলিস

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More